• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

২০১৯ সালে দুটি বিপিএল: গর্ভনিং কাউন্সিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মে ২০১৮, ১৫:৪১

জাতীয় নির্বাচন, বৈরী আবহাওয়া এবং রাজনৈতিক অস্থিরতার কথা মাথায় রেখে ২০১৮ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময়সূচি পিছিয়ে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের অক্টোবরের পরিবর্তে ২০১৯ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে বসতে যাচ্ছে পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগে ষষ্ঠ আসর। একই বছরের শেষ দিকে আয়োজন করা হবে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের টুর্নামেন্টটির সপ্তম আসর।

আজ বুধবার বিপিএলের গর্ভনিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিসিবির সব শেষ সভায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ২০১৮ সালের অক্টোবরের প্রথম সপ্তাহেই ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের এবারের আসর বসছে।

সেজন্য ৫ অক্টোবর ১৬ নভেম্বর সম্ভাব্য তারিখও নির্ধারণ করেছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

--------------------------------------------------------
আরও পড়ুন : জাত চেনালেন পোলার্ড
--------------------------------------------------------

কিন্তু নির্বাচনের দুই মাস আগে দেশের সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্রিকেট বোর্ড।

গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান হয়, একাদশতম জাতীয় নির্বাচনের পরেই আয়োজন করা হবে বিপিএল। ২০১৯ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে বসবে ষষ্ঠতম আসর। ওই বছরের নভেম্বর অথবা ডিসেম্বরে বসবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের সপ্তম আসর।

বৈঠকে কাউন্সিলের সভাপতি আফজালুর রহমান সিনহাসহ কয়েকটি ফ্রাঞ্চাইজির স্বত্বাধিকারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
জাতীয় দলের অ্যানালিস্ট হলেন মহসিন শেখ
X
Fresh