• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়া বিশ্বকাপ ২০১৮

তিউনিসিয়া ও কোস্টারিকার প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

  ১৬ মে ২০১৮, ১০:০১

আর মাত্র ২৯ দিন পর মাঠে গড়াবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের। একবিংশতম ফুটবল বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব পেয়েছে ভৌগলিকভাবে বিশ্ব মানচিত্রের সবচেয়ে বড় দেশ রাশিয়া। বিংশ শতাব্দীর সেরা গোলরক্ষক ‘স্পাইডার’ লেভ ইয়াসিনের বদৌলতে ফুটবলে রাশানদের আছে আলাদা নামডাক। এবার সেটা ছাপিয়ে যাবার চ্যালেঞ্জ পুতিনের দেশের।

প্রত্যেকটি দেশই চায় বিশ্বকাপে সেরা পারফরম্যান্স করে নিজ দেশকে আলোচনায় নিয়ে আসতে। সেই উপলক্ষ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে তিউনিসিয়া ও কোস্টারিকা। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, স্বাগতিক রাশিয়া, পর্তুগাল, ক্রোয়েশিয়া, মেক্সিকো, কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, মিশর, আইসল্যান্ড, ইরান, পেরু ও দক্ষিণ কোরিয়া দল ঘোষণা করেছে।

আফ্রিকা মহাদেশের দল তিউনিসিয়া এনিয়ে পঞ্চমবারের মতো অংশ নিতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ ফুটবল বিশ্বকাপে। সে লক্ষ্যে বিশ্বকাপের জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন দেশটির কোচ নাবিল মালোল। ‘জি’ গ্রুপে তিউনিসিয়ার তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, বেলজিয়াম এবং পানামা।

--------------------------------------------------------
আরও পড়ুন : গেইলের পাঞ্জাবের মুখোমুখি মুস্তাফিজের মুম্বাই
--------------------------------------------------------

তিউনিসিয়ার স্কোয়াডে চমক বলতে কেবল ইউসুফ সাকনির অনুপস্থিতি। গত এপ্রিলে হাটুর চোটে পড়া দেশসেরা স্ট্রাইকারকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করতে বাধ্য হয়েছেন কোচ নাবিল। বিশ্বকাপের মূল আসরে খেলতে নামার আগে তারা ৩টি প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল, তুরষ্ক এবং স্পেনের বিপক্ষে।

তিউনিসিয়ার প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক :
মাথলৌতি আইমান, বিন চেরিফা ময়েজ, বিন মুস্তাফা ফারুক, মোয়েজ হোসেন।
ডিফেন্ডার : হামদি নাগুয়েজ, দাইলান ব্রুন, রামি বেদুই, ইয়োহান বিনওলুন, সিয়াম বিন ইউসুফ, ইয়াসিন মেরিয়াহ, বিলাল মোহস্নি, খলিল চাম্মাম, ওসুমা হাদ্দাই, আলি মালোল।
মিডফিল্ডার : ইলিয়াস খিরি, মোহাম্মদ আমিন বিন ওমর, ঘাইলেন চালালি, করিম লরিবি, ফারজান সাসি, আহমেদ খলিল, সেইফেদিন খুই, মোহাম্মদ ওয়াল আরবি।
ফরোয়ার্ড : ফখরুদ্দিন বিন ইউসুফ, আনিস বদ্রি, বাসিম সারফি, আহমেদ কাইছ, ওয়াহবি খাজরি, নাইম লিতি, সাবির খলিফা।

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের প্রথম পছন্দের গোলরক্ষক কেইলর নাভাস। আসন্ন ফুটবল বিশ্বকাপে তার দেশ কোস্টারিকা লড়াই করবে ‘ই’ গ্রুপে। গ্রুপ পর্বে তাদের তিন প্রতিপক্ষ ব্রাজিল, সুইজারল্যান্ড এবং সার্বিয়া। বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে কোস্টারিকার ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন দেশটির কোচ অস্কার রামিরেজ।

কোস্টারিকার গোলবার সামলানোর দায়িত্বে থাকবেন যথারীতি কেইলর নাভাস। এছাড়াও মধ্য আমেরিকার দেশটির স্কোয়াডে সুযোগ পেয়েছেন মেজর লিগ সকারে খেলা বেশ কয়েকজন খেলোয়াড়।

কোস্টারিকার প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক :
কেইলর নাভাস, প্যাট্রিক প্যাম্বার্টন, লিওনেল মোরেইরা।
ডিফেন্ডার : ক্রিশ্চিয়ান গ্যাম্বোয়া, ইয়ান স্মিথ, রোনাল্ড মাতারিতা, ব্রাইন অভিয়েরো, অস্কার দুয়ার্ত, গিয়ানসারলো গঞ্জালেজ, ফ্রান্সিসকো সাল্ভো, কেন্দাল ওয়াস্টন, জনি অ্যাকোস্টা।
মিডফিল্ডার : ডেভিড গুজম্যান, ইয়েলসিন তেজেদা, সেলসো বোর্গস, রান্দাল আযোফেইফা, রডনি ওয়ালেস, ব্রাইন রুইজ, দানিয়েল কলিন্দ্রেস, ক্রিশ্চিয়ান বোলানোস।
ফরোয়ার্ড : ইয়োহান ভেনেগাস, জোয়েল ক্যাম্পবেল, মার্কো ইউরেনা।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
X
Fresh