• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

প্লে-অফের দাড়প্রান্তে কলকাতা

স্পোর্টস ডেস্ক

  ১৬ মে ২০১৮, ০৯:১৪

ঠিক এক সপ্তাহ আগে ফিরে যাওয়া যাক ইডেনে মুম্বাইয়ের ম্যাচের দিকে। যেখানে রাজসিক মূর্তিতে আবির্ভূত হয়ে শাহরুখের উপস্থিতিতে বিশাল রানে কলকাতাকে উড়িয়ে দিয়েছিল মুম্বাই। এরপর যথারীতি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে শাহরুখ টুইট করেন। তারপরই কিনা পাল্টে যাওয়া এই কলকাতার আবির্ভাব।

এমন কিছুই করার প্রয়োজন ছিল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। অবশেষে তারা দেখাতে সক্ষম হয়েছে। সমর্থকদের আশা সফল করেছে। মুম্বাইয়ের ওই ম্যাচের পর ইনদোরে পাঞ্জাবকে উড়িয়ে দেয়ার পর গতকাল সেই ইডেনেই রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে-অফের দাড়প্রান্তে তারা। যদি পরবর্তী ম্যাচগুলোতে অঘটনের কিছু না ঘটে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল দিনের একমাত্র ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। ব্যাট করতে নেমে কেকেআরের বোলারদের তোপের মুখে ১৯ ওভারে মাত্র ১৪২ রান তুলতেই অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস।

ব্যাটিংয়ের শুরুটা দারুণ করেন রাজস্থানের দুই ওপেনার জস বাটলার এবং রাহুল। দুইজন মিলে দলীয় পাঁচ ওভারেই তোলেন ৬১ রান। তবে পঞ্চম ওভারের শেষ বলেই রাসেলের বলে সাজঘরে ফেরেন রাহুল। ১৫ বলে ২৭ রান করেন তিনি। এর পরেই রানের গতি কমে যায়।