• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অভিষেকে ইতিহাস গড়া হলো না আইরিশদের

স্পোর্টস ডেস্ক

  ১৫ মে ২০১৮, ২২:১২

কেবিন ও’ব্রায়ান আর থম্পসন যদি টেনেটুনে আর ৫০ টা রান করে দিতো! হয়তো জিতেও যেতে পারতো আয়ারল্যান্ড। বলা যায় অভিজ্ঞতার কাছে হেরেছে আইরিশরা।

বলা যায় টেস্টে নিজেদের অভিষেক ম্যাচে নতুন এক ইতিহাসের সামনে থেকে ছিটকে গেল আয়ারল্যান্ড। এর আগে অভিষেক টেস্টে একমাত্র অস্ট্রেলিয়াই জিতেছিল ইংল্যান্ডের বিপক্ষে। আজ যদি আইরিশরা জিতেই যেত তবে অজিদের পাশে আয়ারল্যান্ডের নামটাও জুড়ে যেতো ক্রিকেটের ইতিহাসের পাতায়।

ফলোঅনে পড়েও একটা নতুন দলের পক্ষে ঘুরে দাড়ানোটা চাট্টিখানি কথা নয়। সেটা পেরেছে টেস্ট ক্রিকেটে সদ্য অভিষেক হওয়া দল আয়ারল্যান্ড। বৃষ্টির বাগড়ায় ৫ দিনের প্রথম দিন ভেস্তে যায়।

ডাবলিনের মালাহাইডে দ্বিতীয় দিনে নিজেদের অভিষেক টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্তই নিয়েছিল উইলিয়াম পোর্টারফিল্ডের আইরিশ দল।