• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাশিয়া বিশ্বকাপ ২০১৮

আইসল্যান্ড ও দ.কোরিয়ার প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

  ১৪ মে ২০১৮, ১৯:১৬

আর মাত্র ৩১ দিন পর মাঠে গড়াবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের। একবিংশতম ফুটবল বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব পেয়েছে ভৌগলিকভাবে বিশ্ব মানচিত্রের সবচেয়ে বড় দেশ রাশিয়া। বিংশ শতাব্দীর সেরা গোলরক্ষক ‘স্পাইডার’ লেভ ইয়াসিনের বদৌলতে ফুটবলে রাশানদের আছে আলাদা নামডাক। এবার সেটা ছাপিয়ে যাবার চ্যালেঞ্জ পুতিনের দেশের।

প্রত্যেকটি দেশই চায় বিশ্বকাপে সেরা পারফরম্যান্স করে নিজ দেশকে আলোচনায় নিয়ে আসতে। সেই উপলক্ষে প্রাথমিক দল ঘোষণা করেছে আইসল্যান্ড ও দ.কোরিয়া। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, স্বাগতিক রাশিয়া, মিশরও দল ঘোষণা করেছে।

বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর চলছে এখন প্রাথমিক দল ঘোষণার পালা। শক্তিশালী দলই গঠন করছে বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বীতাকারী দলগুলো। ৪ জুনের মধ্যে ২৩ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করে ফেলতে হবে। তার আগে চলছে প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর্ব। সে ধারাবাহিকতায় এবার স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাশিয়া ও মিশরের প্রাথমিক দল ঘোষণা
--------------------------------------------------------