• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

আমেরিকায় টি-টোয়েন্টি খেলবে সাকিব-তামিমরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মে ২০১৮, ১৮:৪৮

ভারতের উত্তর প্রদেশের দেরাদুনে জুনের প্রথম সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে টাইগারদের পরের গন্তব্য ওয়েস্ট ইন্ডিজ। এই পূর্নাঙ্গ সফরে থাকছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

সম্ভ্যাব্য সূচি অনুযায়ী দুই টেস্ট অ্যান্টিগা এবং জ্যামাইকা হবার কথা। এরপর তিনটি ম্যাচ ওয়ানডের সিরিজের প্রথম দুটি হবার কথা রয়েছে গায়ানায় আর শেষটি সেন্ট কিটসে। আর এই ভেন্যুতেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবার সম্ভাবনা রয়েছে। টেস্ট-ওয়ানডের ভেন্যু সম্ভাব্যের তালিকায় থাকলেও চূড়ান্ত হয়েছে দুই ম্যাচ টি-টোয়েন্টির ভেন্যু।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো নিশ্চিত করেছে, সফরের শেষ দুটি ছোট ফরম্যাটের ম্যাচ হবে আমেরিকার ফ্লোরিডায়।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বছরের শুরু থেকেই বলে আসছিল ফ্লোরিডায় ম্যাচ খেলার ব্যাপারে। এদিক থেকে বিপক্ষ দলের তালিকায় এগিয়ে ছিল পাকিস্তান।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিপ টেস্টে শীর্ষে মিরাজ, শেষে রুবেল
--------------------------------------------------------

তবে বাংলাদেশের বিপক্ষে সূচি চূড়ান্ত হয়ে যাওয়ায় দুটি টি-টোয়েন্টি এখানেই অনুষ্ঠিত হবে। আগামী আগষ্টের ৪ ও ৫ তারিখে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

এর আগে ২০১২ সালে নিউজিল্যান্ড এবং ২০১৬ সালে ভারতের বিপক্ষে ফ্লোরিডায় ম্যাচ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দল হিসেবে ফ্লোরিডায় টাইগারদের পাচ্ছে তারা।

আরও পড়ুন :

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
‘মোস্তাফিজকে পুরো আইপিএল খেলতে দেওয়া উচিত’
আইপিএলের জন্য ছুটি বাড়লো মোস্তাফিজের 
ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ
X
Fresh