• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ব্যাট করছে হায়দরাবাদ, দলে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

  ১৩ মে ২০১৮, ১৬:৩৬

চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে টসে হেরে ব্যাটিং করছে সানরাইজার্স হায়দরাবাদ।

রোববার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সফরকারীদের ব্যাট করতে পাঠান সিএসকের অধিনায়ক মহেন্দ্র সিং। ঘরের মাঠে জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে মাঠে নেমেছে চেন্নাই। নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছে ওয়াটসন-ব্রাভোদের।

অন্যদিকে, গত ম্যাচে শ্রেয়াস আইয়ারের দিল্লি ডেয়ারডেভিলসকে নয় উইকেটে হারিয়ে বেশ চনমনে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ।

অর্থাৎ এদিনের ম্যাচটা দুটি দলের কাছেই চ্যালেঞ্জের মতো।

কোচ থেকে অধিনায়ক কেউই দলে অপ্রয়োজনীয় পরিবর্তন আনার পক্ষে ছিলেন না। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি নিয়মিত উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। ফলে এই ম্যাচে আরও একটি সুযোগ পেয়েছেন শ্রীবৎস গোস্বামী। এছাড়া ইউসুফ পাঠানের বদলে জায়গা করে নিয়েছেন দীপক হুডা।

অন্যদিকে চেন্নাইয়ের একাদশে করন শর্মার বদলে সুযোগ হয়েছে দীপক চাহারের।

সানরাইজার্স হায়দরাবাদ

শিখর ধাওয়ান, অ্যালেক্স হেলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিষ পান্ডে, সাকিব আল হাসান, শ্রীবৎস গোস্বামী, দীপক হুডা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কল

চেন্নাই সুপার কিংস

শেন ওয়াটসন, আম্বতি রায়াডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), স্যাম বিলিংস, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাডেজা, হরভজন সিং, দীপক চাহার, লুঙ্গি এনগিডি, শার্দূল ঠাকুর

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
হায়দ্রাবাদকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বেঙ্গালুরু
জয়ের খোঁজে টস জিতে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
চেন্নাইয়ের হয়ে খেলা এবং ধোনিকে নিয়ে যা বললেন মোস্তাফিজ
X
Fresh