• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

কোহলি-ডি ভিলিয়ার্সে ছিটকে গেলো দিল্লি

স্পোর্টস ডেস্ক

  ১৩ মে ২০১৮, ১০:৫৮

দিল্লি ডেয়ারডেভিলসের অসাধারণ ব্যাটিং সত্ত্বেও সহজে ম্যাচ জিতে নিলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। দিল্লির করা ১৮১ রান তাড়া করতে নেমে বিরাট কোহলির দল ১ ওভার বাকী থাকতেই ৫ উইকেটে ম্যাচ নিজেদের করে নিলো। এতে প্লে-অফের স্বপ্নভঙ্গ হলো শ্রেয়স আইয়ারের দলের।

কোহলি ও এবি ডিভিলিয়ার্স ব্যাট করতে নেমে একে অপরকে ছাপিয়ে গেলেন। কোহলি করলেন ৪০ বলে ৭০ রান। আর ডিভিলিয়ার্স ৩৭ বলে ৭২ রান করে অপরাজিত রইলেন। যার ফলে এত সহজে জয়ে পেলো আরসিবি।

এদিন দিল্লির ফিরোজ শাহ কোটলার মাঠে টসে জিতে ব্যাঙ্গালুরু অধিনায়ক কোহলি দিল্লিকে ব্যাট করতে পাঠান। শুরুতেই যুজবেন্দ্র চাহালের বলে ২ রানে ফেরেন পৃথ্বী শ। এরপরে জেসন রয় ও চাহালের স্পিনে বোল্ড হয়ে ১২ রানে ফেরেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : রোনালদো ছাড়াই শক্তি দেখালো রিয়াল
--------------------------------------------------------

মিডল অর্ডারে অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩২ রান করেন। শেষদিকে বিজয় শঙ্কর ২০ বলে ২১ রান করেন। এবং প্রথমবার আইপিএল খেলতে নেবে অভিষেক শর্মা মাত্র ১৯ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন।

বাম-হাতি এই তরুণ ব্যাটসম্যানের অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে দিল্লি ৪ উইকেটে ১৮১ রানে পৌঁছে যায়। শেষ পাঁচ ওভারে ৬১ রান তোলে দিল্লি। যার মধ্যে অভিষেকই সর্বাধিক রান করে যান।

আরসিবির হয়ে যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া মঈন আলি ২৫ রানে ১ উইকেট নেন।

দিল্লির হয়ে প্রথমবার খেলতে নামের সন্দীপ লামিচেনে। নেপালি এই স্পিনার ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন। আর কোনো বোলার এত কম রান দেননি। ট্রেন্ট বোল্ট ৪০ রানে ২ উইকেট নেন।

এদিকে হর্ষল প্যাটেল ৫১ রানে ১ টি ও অমিত মিশ্র ৩৩ রানে ১ উইকেট নেন। যদিও তাতে আরসিবিকে হারানো যায়নি।

এদিন জিতে আরসিবি ১১ ম্যাচে ৮ পয়েন্ট পেল। অন্যদিকে দিল্লি ১২ ম্যাচে ৬ পয়েন্টে দাঁড়িয়ে রইল।

আরও পড়ুন :

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘হায়দ্রাবাদের বিপক্ষে না খেলে ভুল করেছি’
টিভিতে আজকের খেলা
হেডের সেঞ্চুরি ও রেকর্ডের ম্যাচে বেঙ্গালুরুর হার
জয়ের খোঁজে টস জিতে ফিল্ডিংয়ে বেঙ্গালুরু
X
Fresh