• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অভিষেকেই বাজিমাত অভিষেকের

স্পোর্টস ডেস্ক

  ১২ মে ২০১৮, ২৩:০৪

দুই লাস্ট বয়ের লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে অনবদ্য ব্যাটিং করলো দিল্লি ডেয়ার ডেভিলস। ফের একবার অসাধারণ ব্যাটিং পারফর্ম্যান্স দেখালেন ঋষভ পন্থ। আগের ম্যাচে শতরান করার পরে এদিন ৩৪ বলে করে গেলেন ৬১ রান। শেষদিকে নবাগত অভিষেক শর্মা ধুন্ধুমার ব্যাটিং করে দিল্লিকে ৪ উইকেটে ১৮১ রানে পৌঁছে দিলেন। ব্যাঙ্গালুরুকে জিততে হলে করতে হবে ১৮২ রান।

আজ রোববার দিল্লির ফিরোজ শাহ কোটলার মাঠে টসে জিতে আরসিবির অধিনায়ক বিরাট কোহলি দিল্লিকে ব্যাট করতে পাঠান।

শুরুতেই যুজবেন্দ্র চাহালের বলে ২ রানে ফেরেন পৃথ্বী শ। এরপরে জেসন রয়ও চাহালের স্পিনে বোল্ড হয়ে ১২ রানে ফেরেন। মিডল অর্ডারে অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩২ রান করেন। শেষদিকে বিজয় শঙ্কর ২০ বলে ২১ রান করেন।

প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে নেমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের ব্যাটসম্যান অভিষেক মাত্র ১৯ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। বামহাতি এই ব্যাটসম্যানের অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে দিল্লি ৪ উইকেটে ১৮১ রানে পৌঁছে যায়। শেষ পাঁচ ওভারে ৬১ রান তোলে দিল্লি। যার মধ্যে অভিষেকই সর্বাধিক রান করে যান।

--------------------------------------------------------
আরও পড়ুন : শুরু হচ্ছে প্রাথমিক দলের প্রস্তুতি ক্যাম্প
--------------------------------------------------------

আরসিবির হয়ে যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া মইন আলি ২৫ রানে ১ উইকেট নেন।

দিল্লি ডেয়ারডেভিলস

পৃথ্বী শ, জেসন রয়, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেট রক্ষক), বিজয় শঙ্কর, হর্ষল প্যাটেল, অভিষেক শর্মা, অমিত মিশ্র, সন্দীপ লামচানে, জুনিয়ার ডালা, ট্রেন্ট বোল্ট।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

পার্থিব পটেল (উইকেট রক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, মননদীপ সিং, মঈন আলি, সরফরাজ খান, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চহাল, কলিন ডি গ্র্যান্ডহোম।

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিশোধ নিতে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠালো গুজরাট
‘জিম্বাবুয়ে সিরিজ নয়, চেন্নাইয়ের সঙ্গে থাকাটা ফিজের জন্য জরুরি’
টানা দুই ম্যাচে চেন্নাইকে হারাল লক্ষ্ণৌ
রুতুরাজের সেঞ্চুরিতে মোস্তাফিজদের বড় সংগ্রহ
X
Fresh