• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আইপিএলে প্রথম নেপালি ক্রিকেটারের অভিষেক

স্পোর্টস ডেস্ক

  ১২ মে ২০১৮, ২১:০১

ফিরোজ শাহ কোটলায় আজ শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ডেয়ারডেভিলস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন আরসিবির অধিনায়ক বিরাট কোহলি।

এদিনের ম্যাচে দলে নেপালের ক্রিকেটার সন্দীপ লামিচানেকে সুযোগ দিয়েছে দিল্লি টিম ম্যানেজমেন্ট। প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে আইপিএল খেলবেন সন্দীপ। এদিকে দিল্লি শিবিরে ফের সুযোগ পেয়েছেন জুনিয়ার ডালা।

নিলাম পর্বে একমাত্র খেলোয়াড় হিসেবে নেপালকে প্রতিনিধিত্ব করেন উদীয়মান সন্দীপকে। প্রতিভাবান এই লেগস্পিনারকে এবারের নিলামে ২০ লাখ রুপিতে লুফে নেয় দিল্লি।

১৭ বছর বয়সী এই স্পিনার প্রথম শ্রেণির লংগার ভার্সনের ক্রিকেট খেলেননি তিনি। ২১টি সীমিত ওভারের লিস্ট ‘এ’ ম্যাচে উইকেট নিয়েছেন ৪২টি। গড় ১৭.৯০। ইকোনোমি ৪.০৪। সেরা বোলিং ফিগার ২০ রানে ৫ উইকেট।

--------------------------------------------------------
আরও পড়ুন : সাড়ে ৪০০ রানের ম্যাচে জয় পেয়ে টিকে রইল কলকাতা
--------------------------------------------------------

অন্যদিকে মনন ভোরার পরিবর্তে ব্যাঙ্গালুরুর দলে জায়গা করে নিয়েছেন সরফরাজ খান। দিল্লি ডেয়ারডেভিলস প্লে-অফের লড়াই থেকে এক প্রকার ছিটকে গেলেও এখনও অঙ্কের বিচারে টিকে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেক্ষেত্রে এই ম্যাচ জিততেই হবে বিরাটের দলকে।

দিল্লির আশা অনেক যদি কিন্তুর উপর নির্ভরশীল হলেও হাল ছাড়তে নারাজ তরুণ অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এখন দেখার মাস্ট উইন ম্যাচে শেষ হাসি হাসে কোন দল।

এক ঝলকে দেখে নেয়া যাক কারা খেলছেন দুই দলে আজকের ম্যাচে

দিল্লি ডেয়ারডেভিলস

পৃথ্বী শ, জেসন রয়, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেট রক্ষক), বিজয় শঙ্কর, হর্ষল প্যাটেল, অভিষেক শর্মা, অমিত মিশ্র, সন্দীপ লামচানে, জুনিয়ার ডালা, ট্রেন্ট বোল্ট।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

পার্থিব পটেল (উইকেট রক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, মননদীপ সিং, মইন আলি, সরফরাজ খান, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চহাল, কলিন ডি গ্র্যান্ডহোম।

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুজরাটের বিপক্ষে দিল্লির ব্যাট টু ব্যাক জয়
প্রতিশোধ নিতে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠালো গুজরাট
‘জিম্বাবুয়ে সিরিজ নয়, চেন্নাইয়ের সঙ্গে থাকাটা ফিজের জন্য জরুরি’
টানা দুই ম্যাচে চেন্নাইকে হারাল লক্ষ্ণৌ
X
Fresh