• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মেসিকে টপকিয়ে গোল্ডেন-সু জিততে যা করতে হবে সালাহকে

স্পোর্টস ডেস্ক

  ১১ মে ২০১৮, ১৫:৪৯

গত এক দশক ধরে বিশ্ব ফুটবল শাসন করছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এই দুই তারকার মধ্যেই দীর্ঘদিন ধরে চলছে প্রতিদ্বন্দ্বিতা। তবে চলতি মৌসুমে এবার সে চিত্রে ভিন্ন প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। যেখানে পাল্লাপাল্লি চলছে বার্সেলোনার মহাতারকা মেসি ও লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ’র মধ্যে। তারা দুজনে চলতি মৌসুমে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় মেতেছেন।

ইউরোপিয়ান সোনার জুতোর (গোল্ডেন সু) দ্বৈরথ কখনও মিশরীয় রাজা সালাহ মেসিকে ছাড়িয়ে যাচ্ছেন। আবার কখনও সালাহ ছাড়িয়ে যাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসিকে।

নিজেদের সবশেষ ম্যাচে বিশাল জয় পায় বার্সা। স্প্যানিশ লা লিগার এই ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-১ গোলে বিধ্বস্ত করে কাতালান ক্লাবটি। এতে আন্দ্রে ইনিয়েস্তার দেয়া পাসে একটি গোল করেন মেসি। চমৎকার গোলটির জন্য চলতি মৌসুমে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর গোলসংখ্যা দাঁড়িয়েছে মোট ৩৪টি।

--------------------------------------------------------
আরও পড়ুন : রেফারির কলার চেপে ধরায় তুলকালামকাণ্ড
--------------------------------------------------------

অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১টি গোল করেন সালাহ। সব শেষ দুই ম্যাচ কোনো গোল না পাওয়া প্রথমবারের মতো এই গোল্ডেন সু জেতার সুযোগ হাত ছাড়া হতে হচ্ছে ২৫ বছর বয়সী এই তরুণ তুর্কির।

প্রিমিয়ার লিগে সালাহদের ম্যাচ বাকি রয়েছে ১টি। আর লা লিগায় মেসিদের ম্যাচ বাকি আছে ২টি। দুর্দান্ত ফর্মে থাকা সালাহ সবশেষ দুই ম্যাচে কোনো গোল পাননি। অন্যদিকে শেষ তিন ম্যাচে বার্সা তারকা ৫টি গোল করে নিজেকে নিয়ে গেছেন চূড়ায়।

শেষ পর্যন্ত মেসিকে যদি ছুঁতে চান সেক্ষেত্রে আগামী রোববার ব্রাইটনের বিপক্ষে হ্যাটট্রিক করতেই হবে সালাহকে। আর মেসিকেও ওই দুই ম্যাচে গোল ছাড়া থাকতে হবে। এতে বোঝা যাচ্ছে পঞ্চমবারের মতো গোল্ডেন সু পাচ্ছেন আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক।

৩১ গোল নিয়ে লিভারপুল তারকার মোট পয়েন্ট ৬২। অন্যদিকে ৩৪ গোল নিয়ে বার্সা জাদুকরের মোট পয়েন্ট ৬৮।

এবারের মৌসুমে গোল্ডেন সু জেতার দৌড়ে এগিয়ে আছেন যারা

১. লিওনেল মেসি- বার্সেলোনা-্ (৩৪ গোল, ৬৮ পয়েন্ট)

২. মোহাম্মদ সালাহ- লিভারপুল- (৩১ গোল, ৬২ পয়েন্ট)

৩. রর্বাট লেভানডোস্কি- বায়ার্নমিউনিখ - (২৯ গোল, ৫৪ পয়েন্ট)

৪. সিরো ইমমোবিল- লাজিও -(২৯ গোল, ৫৪ পয়েন্ট)

৫. এডিনসন কাভানি - প্যারিস সেন্ট জার্মেই - (২৮ গোল, ৫৬ পয়েন্ট)

৬. মাউরো ইকার্দি - ইন্টার মিলান (২৮ গোল, ৫৬ পয়েন্ট)

৭. হ্যারি কেন - টটেনহাম হটসপার (২৮ গোল, ৫৬ পয়েন্ট)

৮. ক্রিশ্চিয়ানো রোনালদো - রিয়াল মাদ্রিদ-(২৫ গোল, ৫0 পয়েন্ট)

৯. জোনাস - বেনফিকা-(৩৩ গোল, ৪৯.৫ পয়েন্ট)

১০. লুইস সুয়ারেজ - বার্সেলোনা-(২৪ গোল, ৪৮ পয়েন্ট)

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
মেসি গোল পেলেও জেতেনি ইন্টার মায়ামি
মেসিকে নিয়ে সুখবর দিলো মায়ামি
X
Fresh