• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চলে গেলেন বাংলাদেশের প্রথম ফিফা রেফারি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ মে ২০১৮, ১৪:৪২

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের প্রথম ফিফা রেফারি মনির হোসেন। দীর্ঘদিন ধরে প্রোস্টাটিজম রোগে (প্রস্রাবের জটিলতা) ভুগছিলেন তিনি। প্রোস্টেট গ্রন্থি বেড়ে যাওয়ায় তিনি অস্ত্রোপচারও করিয়েছিলেন। রোগটি না সারায় আবারও রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১২ দিন আগে। সেখান থেকে সুস্থ হয়ে আর ফেরা হলো না বাসায়।

আজ বৃহস্পতিবার সকালে ৮৪ বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে যান তিনি। মৃত্যুকালে তিনি দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

স্বাধীন বাংলাদেশ থেকে প্রথমবার চারজন রেফারি ফিফার হয়েছিলেন ১৯৭৪ সালে। তাদেরই একজন মুনীর হোসেন বৃহস্পতিবার সকালে চলে গেলেন না ফেরার দেশে। ফিফার প্রথম বাংলাদেশি রেফারির বাকি তিনজন- ননী বসাক, মহিউদ্দীন আহমেদ চৌধুরী ও নূর হোসেন আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন।

মনির হোসেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক ছিলেন। ১৯৮৮ সালে প্রথম কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হন। এরপর তিন দফায় ২৬ বছর ছিলেন কাবাডির সাধারণ সম্পাদক।