• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘ক্লাসিকো অব অনারে’ মুখোমুখি মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক

  ০৬ মে ২০১৮, ১৩:১৮

২০১৭/১৮ মৌসুমে বার্সেলোনা সর্বশেষ কবে হেরেছে? কাতালান ক্লাবটির শিরোপা উৎসবে কিঞ্চিত কলঙ্ক দিয়ে দিতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। বার্সা আসলে এই মৌসুমে একটি ম্যাচেও হারেনি। এই ম্যাচটি রিয়াল জিতলে মেসি-সুয়ারেজদের শিরোপা উৎসবে রঙ কিছুটা হারাবে। জিনেদিন জিদানের শিষ্যরা হয়তো সেটাই চাইবে। এ ছাড়া কিছু করার তো নেই।

চলতি মৌসুমে লা লিগায় কোনো প্রতিযোগিতাই রাখল না আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। আজ রোববার রাত পৌনে একটায় স্পেনের এই লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় এল ক্লাসিকো খেলতে নামার আগেই লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে গেছে লিওনেল মেসিদের।

লা লিগায় ৩৪ ম্যাচ শেষে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১ ম্যাচ বেশি খেলে অ্যাতলেটিকো মাদ্রিদ ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়।
বার্সার সমান ম্যাচ খেলে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সার্জিও রামোসের দল।

স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় হয়ে মৌসুম শেষ করতে চাইবে। মৌসুমে বার্সা ও রিয়ালের ৪টি ম্যাচ বাকি রয়েছে।