• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অলরাউন্ডার সাকিবের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক

  ২৫ এপ্রিল ২০১৮, ০০:৫৭

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে নতুন দলের হয়ে খেলছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক এবারের আসরে খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এর আগে টানা ৭ বছর খেলেছেন বলিউড অভিনেতা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স থেকে।

চলতি আসর শুরুর আগে বিশ্বসেরা অলরাউন্ডারের ঝুলিতে ছিল টি-টোয়েন্টি ক্রিকেটের ২৯৪টি উইকেট। হায়দরাবাদের হয়ে এরইমধ্যে খেলে ফেলেছেন ৬টি ম্যাচ। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ওই ম্যাচে নিজের নামের প্রতি সম্মান দেখাতে না পারলেও আজ রোববার নিজেদের ষষ্ঠ ম্যাচে তুলে নিয়েছেন একটি উইকেট।

আজকের ম্যাচে ৩ ওভার বল করে ১৬ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে ৩১ বয়সী এই তারকা ছোট ফরম্যাটের ক্যারিয়ারের ৩০০ উইকেট তুলে নেন।

টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৪ হাজার রান এবং ৩০০ উইকেটের মালিক হলেন বাম-হাতি এই অলরাউন্ডার। তার সামনে শুধু আছেন ডোয়াইন ব্রাভো। প্রায় সাড়ে ৫ হাজার রান এবং ৪১৩টি উইকেট রয়েছে এই ক্যারিবীয় তারকার।