• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আইসিসি-বিসিসিআইয়ের দ্বন্দ্বে ঝড়ের আভাস

স্পোর্টস ডেস্ক

  ২৩ এপ্রিল ২০১৮, ১৯:৪২

গত কয়েকবছর ধরেই আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। তবে এবার ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থার আসন্ন সভাকে ঘিরে আগে থেকেই দ্বন্দ্বে জড়িয়ে পড়লো দুটি সংস্থা। যার মূলে রয়েছে চ্যাম্পিয়নস ট্রফি।

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই মেরুতে অবস্থান করছে প্রতিযোগিতার আয়োজক ভারত এবং ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০২১ সালের মেগা এই টুর্নামেন্টকে ঘিরে উত্তেজনার পারদ চরমে গিয়ে ঠেকতে পারে। আইসিসি চায় পরবর্তী চ্যাম্পিয়নস ট্রফি হবে ২০ ওভারের, আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চায় ৫০ ওভারের।

দুই প্রতিষ্ঠানের দুই মেরুতে অবস্থানের কারণে কলকাতায় আইসিসির বৈঠক ফের উত্তপ্ত হতে যাচ্ছে। যেখানে ২২ থেকে ২৬ এপ্রিল, বেশ দীর্ঘ বৈঠকের সূচি রয়েছে। সভায় ২০১৯ বিশ্বকাপের সূচি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনাও হবে। সব চেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, পাকিস্তান থেকে বোর্ডের শীর্ষ কর্তারা আসছেন। তাদের জন্য বিশেষ ব্যবস্থা করে ভিসার আয়োজন করা হয়েছে। পাক বোর্ডের চেয়ারম্যান নাজম শেট্টির আসার কথা ছিল রবিবারেই।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিশ্বকাপের পরই বিদায় বলবেন যুবরাজ
--------------------------------------------------------