• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রেকর্ড শিরোপার সামনে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

  ২১ এপ্রিল ২০১৮, ১৫:০৮

মাসখানেক আগের কথাই ধরুন, বার্সেলোনার আলোচনার তালিকায় কোপা দেল রে হয়তো তিন নম্বরেই থাকতো। কিন্তু রোমার কাছে হারটি বদলে দিয়েছে সেই হিসাব। চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকে বিদায় নেয়ায় ট্রেবলের স্বপ্ন শেষ বার্সার। ভালভার্দের দলের সব ভাবনা এখন ডাবল নিয়ে।

আজ সেভিয়াকে হারাতে পারলে কোপা দেল রের রেকর্ড ৩০তম শিরোপা ঘরে তুলবে চ্যাম্পিয়নস লীগে রোমার কাছে হেরে ট্রেবলের স্বপ্ন ভেঙে যাওয়া লিওনেল মেসিদের। মৌসুমজুড়ে অক্লান্ত পরিশ্রমে যে ফসল ফলিয়েছেন মেসিরা, এবার তা ঘরে তোলার পালা। একেবারে পরিষ্কার সমীকরণ। দুটি জয়, দুটি শিরোপা। সাতদিনের ব্যবধানে কাপ ও লিগের ঘরোয়া ডাবল জয়ের হাতছানি বার্সেলোনার সামনে।

--------------------------------------------------------
আরও পড়ুন : ক্রিকেটের অধরা দশ রেকর্ড
--------------------------------------------------------

মাদ্রিদের ভিসেন্তে কালদেরনে শেষ দুই আসরে শিরোপা উৎসব করেছিল বার্সেলোনা। ভেন্যু হিসেবে মাদ্রিদ যেন কাতালানদের জন্য পয়া। স্প্যানিশ কোপা দেল রের ফাইনালে আজ আবার মাদ্রিদে নামছে বার্সা। এবার শুধু ভেন্যুটাই বদলেছে। অ্যাথলেটিকো মাদ্রিদের নতুন স্টেডিয়াম ওয়ান্ডা মেট্রোপলিটানো। এখানে আজ স্পেনের দ্বিতীয় মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে সেভিয়ার মুখোমুখি হচ্ছে আর্নেস্তো ভালভার্দের দল। লা লীগার শিরোপার খুব কাছে আছে বার্সেলোনা।