• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিসিবির চুক্তি থেকে বাদ পড়লেন ৬ ক্রিকেটার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ এপ্রিল ২০১৮, ১৯:৫১

চলতি বছরের শুরুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন সাব্বির রহমান। এবার নতুন চুক্তি থেকে ছিটকে গেলেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।

আজ বুধবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

গত বছরের ডিসেম্বরে সবশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছিল। চলতি বছরের প্রথম সভার পর জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গের কারণে বাদ পড়েছেন সাব্বির। পাশাপাশি নতুন চুক্তিতে আগের থাকা ৫ ক্রিকেটার বাদ পড়েছেন। রয়েছেন ১০ ক্রিকেটার। নতুন করে ৩ ক্রিকেটারের নাম সুপারিশ করা হয়েছে। তারা ঢুকবেন কেন্দ্রীয় চুক্তিতে।

--------------------------------------------------------
আরও পড়ুন : সাকিবের প্রিয় নায়িকা কে?
--------------------------------------------------------

১০ ক্রিকেটার হলেন- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।

এদিন আরও জানানো হয়, নতুন তিনজন ঢুকবেন অস্থায়ী ভিত্তিতে। তবে এই তিন জন কারা সে বিষয়টি পরে স্পষ্ট করা হবে।

নতুন চুক্তিবদ্ধ ১০ ক্রিকেটারের কোনো বেতন-ভাতা বাড়ানো হয়নি বলে জানান বিসিবি বস।

চুক্তি থেকে বাদ পড়া ক্রিকেটার দের নিয়ে পাপন বলেন, অন্য কিছু নয়, পারফরম্যান্স নেই বলেই তাদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে।

আরও পড়ুন :

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবির সিদ্ধান্তে একমত সুজন
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
X
Fresh