• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইতিহাসের দুর্ভাগা ৫ ফুটবলার

কুশল ইয়াসির

  ১৫ এপ্রিল ২০১৮, ১৯:২০

আগামী ১৪ জুন মস্কোর লুজিনিকি স্টেডিয়ামে সৌদি আরব বনাম স্বাগতিক রাশিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসর বিশ্বকাপ ফুটবল ২০১৮। এটি বিশ্বকাপের ২১তম আসর হবে। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৩২টি দল খেলবে, যেখানে রাশিয়া স্বাগতিক দল হিসেবে এবং বাকি ৩১টি দল বাছাইপর্বের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে খেলবে।

১১টি শহরের ১২টি স্টেডিয়ামে সর্বমোট ৬৪টি খেলা সম্পন্ন হবে। ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামেই এই আসরের ফাইনাল হবে।

১৯৩০ সাল থেকে শুরুর পর ১৯৪২ ও ১৯৪৬ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ওই দুইবার বন্ধ ছিল এই মহাআসর। এ যাত্রায় ফুটবলপ্রেমীরা দেখেছেন অনেক বড় বড় তারকাকে। শৈল্পিক নৈপুণ্য দেখিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছেন তারা। কেউ গোল করে কেউ গোল করিয়ে পৌঁছেছেন সর্বোচ্চ শিখরে। তবে বিশ্ব ফুটবলে এমন বেশ কয়েকজন কিংবদন্তি আছেন যারা বিশ্বখ্যাত তারকা হয়েও খেলতে পারেননি বিশ্বকাপের মূলমঞ্চে।

রায়ান গিগস (ওয়েলস)