• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

স্বর্ণজয়ী নারী অ্যাথলেটের ওপর হামলা

স্পোর্টস ডেস্ক

  ১৫ এপ্রিল ২০১৮, ১৪:৪৪

গেলো সপ্তাহে দেশের জন্য সোনা এনেছেন অস্ট্রেলিয়া থেকে। সেই সোনাজয়ী নারীকেই হামলার শিকার হতে হলো। খবর ইন্ডিয়া টাইমসের।

কমনওয়েলথ গেমস থেকে ভারত্তোলনে সোনা জিতেছেন উত্তর প্রদেশের মেয়ে পুনম ‌যাদব। দেশে ফেরার পর শনিবার বারাণসীর মঙ্গওয়ারায় ‌যান এই অ্যাথলেট। সেখানে থাকেন তাঁর চাচা কৈলাশ ‌যাদব। আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েই বিপত্তি। কৈলাশের প্রতিবেশীরা তার উপরে চড়াও হন।

--------------------------------------------------------
আরও পড়ুন : ব্যাটসম্যান সাকিবের নয়া মাইলফলক
--------------------------------------------------------

আসলে কী হয়েছিল? বেশ কিছুদিন ধরেই কৈলাশের সঙ্গে একটি জমি নিয়ে বিবাদ চলছিল তাঁর প্রতিবেশী লাল্লু ‌যাদব ও পাল্লু ‌যাদবের। এনিয়ে একটা চাপা উত্তেজনা ছিলই। শনিবার ভাতিজি পুনম আসবেন বলে কৈলাশ প্রচুর লোকজনকে দাওয়াত দেন। এতেই সন্দেহ হয় ওই দুই প্রতিবেশীর। তারা ভাবেন, লোকজন জড়ো করে তাদের উপরে হামলার ছক করেছেন কৈলাশ।

কৈলাশের লোক দেখে লাল্লু ও পাল্লুও লোকজন জোগাড় করেন। শুরু হয়ে ‌যায় দুপক্ষের মারামারি। তাদের ছাড়াতে গেলে পুনমের উপরেও হামলা করা হয়। তার গায়েও বেশ কয়েকটি পাথর এসে লাগে। পুলিশে খবর দেয়া হলেও তারা আসতে অনেক দেরি করে।

শেষপ‌র্যন্ত থানায় গিয়ে অভি‌যোগ জানান পুনম। সেখানে নিজের পরিচয় দেন। এতেই নড়েচড়ে বসে পুলিশ।

স্থানীয় পুলিশ সুপার অমিত কুমার আশ্বাস জানিয়েছেন, দোষীদের ছাড় দেয়া হবে না।

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh