• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সোসিয়াদকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় বার্সা

স্পোর্টস ডেস্ক

  ১৪ এপ্রিল ২০১৮, ১৩:৩৭

স্প্যানিশ ফুটবল লিগের ৩২তম রাউন্ডের ম্যাচে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হচ্ছে কাতালান জায়ান্ট বার্সেলোনা। লা-লিগায় আজকের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হার এড়াতে পারলেই স্পেনের শীর্ষ লিগে টানা সর্বোচ্চ সংখ্যক ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে গড়বে কাতালান ক্লাবটি।

লা লিগায় সবচেয়ে বেশি ৩৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি ছিল রিয়াল সোসিয়েদাদের। ৩৮ বছর আগে ১৯৭৯-১৯৮০ সালে এই নজির গড়েছিল তারা। শেষ ম্যাচে লেগানেসের বিপক্ষে ড্র করায় এই রেকর্ডে সোসিয়েদাদের পাশে নাম উঠে বার্সেলোনার।

বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া ৮টায় শুরু হবে ম্যাচটি। এখন পর্যন্ত ৩১ ম্যাচে ২৩ জয়ে ৭৯ পয়েন্ট নিয়ে লা-লিগায় পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে বার্সা।

--------------------------------------------------------
আরও পড়ুন : বায়ার্নের ডাগ আউটে কোভাচ
--------------------------------------------------------

চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইতালিয়ান ক্লাব এস রোমার কাছে ৩-০ গোলে হেরে বিদায় নেয় বার্সা। এই পরাজয়ে আত্মবিশ্বাসে চিড় ধরেছে বার্সার। তাই এ সুযোগকে কাজে লাগাতেই চাইবে ভ্যালেন্সিয়া। অন্যদিকে নিজেদের ফিরে পেতে এই ম্যাচে জয় ভিন্ন কিছু ভাবছে না বার্সেলোনা। শেষ দেখায় ভ্যালেন্সিয়া ড্র করেছিল।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
X
Fresh