• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাকিবদের সামনে মুম্বাইয়ের ছোট লক্ষ্য

আরটিভি স্পোর্টস ডেস্ক

  ১২ এপ্রিল ২০১৮, ২২:২৪

চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স তবে জিতেছিল সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার।

১১তম আসরের ৭ম ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ আর মুম্বাই ইন্ডিয়ান্স।

নিজেদের মাঠে সানরাইজার্স অধিনায়ক ক্যান উইলিয়ামসন টস জিতে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাইকে।

ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি দুই ওপেনার রোহিত শর্মা ও এভিন লুইস। এক ছয় এক চারে ১১ রান করে সাকিবের হাতে ক্যাচ দিয়ে আউট হন মুম্বাই কাপ্তান শর্মা। এরপর লুইসও ফেরেন ১৭ বলে ২৯ রানে।

--------------------------------------------------------
আরও পড়ুন : স্টার্কের স্বর্ণ জয়!
--------------------------------------------------------

মুম্বাইয়ের মিডল অর্ডার নড়বড়ে আচরণ করলেও আশার আলো দেখান সুরিয়া কুমার যাদব আর কিরণ পোলার্ড। ৩১ বলে এক ছয় আর দুই চারে ২৮ রান করেন সুরিয়া কুমার। পোলার্ডের ব্যাটে আসে ২৩ বলে ২৮ রান। ছিল দুই ছয় আর তিন চার।

সানরাইজার্স বোলাররা শুরু থেকেই মুম্বাই ব্যাটসম্যানদের চেপে রাখেন। সাকিব-রাশিদদের বোলিং তোপে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স।

স্বিদ্ধার্থ কাউল, বিল্লি স্ট্যানলেক আর স্বন্দীপ শর্মা নেন ২ উইকেট করে। ১ উইকেট করে পান সাকিব আল হাসান এবং রাশিদ খান।

আরও পড়ুন :

এমআর/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে যা জানালেন সাকিব
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
রাজস্থানের বিপক্ষে মুম্বাইয়ের লড়াকু পুঁজি
X
Fresh