• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টসে জিতে বোলিংয়ে সাকিবের হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক

  ১২ এপ্রিল ২০১৮, ২০:১৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স। এ ম্যাচ শুধু দুই ফ্র্যাঞ্চাইজির লড়াইই নয় বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য তাদের প্রিয় দুই খেলোয়াড়ের লড়াই। বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলছেন হায়দরাবাদে। তার প্রতিপক্ষ মুম্বাইয়ে রয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাছাড়া নিজের পুরোনো দলের বিপক্ষে প্রথমবার মাঠে নামবেন মুস্তাফিজও।

--------------------------------------------------------
আরও পড়ুন : স্টার্কের স্বর্ণ জয়!
--------------------------------------------------------

এমন হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদ। রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

টসে নামার আগেই হায়দরবাদের মাঠকে লাকি ভেন্যু আখ্যা দিয়েছিলেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। তবে সেই ‘লাক’ আর কাজ করেনি টসের ক্ষেত্রে। তবে টস হারলেও হায়দরাবাদের মাঠের অতীত ইতিহাসের কারণে আগে ব্যাট করতেও কোন সমস্যা হওয়ার কথা নয় মুম্বাইয়ের। কেননা এই স্টেডিয়ামে এখনো পর্যন্ত হওয়া ৭৫ শতাংশ ম্যাচই জিতেছে আগে ব্যাট করা দল।

গত ৭ এপ্রিল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে এক উইকেটে হেরেছিল মুম্বাই ইন্ডিয়ানস। আর গত ৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে নয় উইকেটে জয় পায় সানরাইজার্স হায়দরাবাদ।

এর আগে সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও এবার খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। আর ২০১৬ ও ২০১৭ সালের আসরে মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেললেও এবার মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন।

মুম্বাই ইন্ডিয়ানস
রোহিত শর্ম, এভিন লুইস, ইশান কিশান, সুরইয়া কুমার যাদব, ক্রুনাল পান্ডে, কাআরিন পোলার্ড, বেন কাটিং, জাসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান, মায়ানক মারকান্দে, প্রদীপ সাংওয়ান।

সানরাইজার্স হায়দরাবাদ
ঋদ্দিমান সাহা, শেখর ধাওয়ান, কেন উইলিয়ামস, মনিশ পান্ডে, দীপক হুদা, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, রশিদ খান, বিলি স্ট্যানলেক, সিদ্ধার্থ কাউল, সন্দ্বীপ শর্মা।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh