• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্বাগতিক ভেন্যু হারালো চেন্নাই

স্পোর্টস ডেস্ক

  ১২ এপ্রিল ২০১৮, ১৭:৫১

নিরাপত্তার কারণে চেন্নাই সুপার কিংসকে তাদের পরবর্তী ম্যাচগুলো চেন্নাই থেকে সরিয়ে পুনে নেয়ার জন্য বলা হবে বলে এমনটাই জানিয়েছিলেন আইপিএলের চেয়ারম্যান রাজিব শুক্লা।

আর এতে করে দু’বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা চেন্নাই সুপার কিংস হারালো ঘরের মাঠে খেলার সুযোগ। কাবেরি নদীর পানি বণ্টন বিরোধের প্রতিবাদে চেন্নাইয়ের চিদম্বরম আন্তর্জাতিক স্টেডিয়ামে গত মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের প্রথমার্ধের নবম ওভারের সময় রবীন্দ্র জাদেজাকে উদ্দেশ্য করে জুতা নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।

--------------------------------------------------------
আরও পড়ুন : ইনজুরির কারণে ছিটকে গেলেন রায়না
--------------------------------------------------------

এমন ঘটনার পর দুজনকে আটক করা হলে আরও ক্ষেপে উঠে বিক্ষুদ্ধ জনতা। তারা হুমকি দেয় পরের ম্যাচে এরচেয়েও খারাপ কিছু করার। এমন হুমকির মুখে খারাপ কিছু হবার আগেই আইপিএল কর্তৃপক্ষ ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তে পৌছে।