• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাকিবদের বিপক্ষে থাকছেন মুস্তাফিজ?

স্পোর্টস ডেস্ক

  ১২ এপ্রিল ২০১৮, ১৬:১৮

মুম্বাই ইন্ডিয়ানসকে বড় পরীক্ষার মুখে পড়তে হবে আজ বৃহস্পতিবার। শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হবে রোহিত শর্মার দলের বিপক্ষে। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে বেশ উজ্জীবিত অরেঞ্জ আর্মি। ফলে ঘরের মাঠে নামার আগে বেশ ফুরফুরে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলটি।

উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছিল মুম্বাই শিবিরকে। শেষদিকে ডোয়েন ব্র্যাভো বিধ্বংসী ইনিংস খেলে চেন্নাইকে ম্যাচ জিতিয়ে দেন। যা প্রথম ম্যাচেই ধাক্কা অবশ্যই।

এদিকে হায়দরাবাদ প্রথম ম্যাচে রাজস্থানকে অনবদ্য খেলে হারিয়ে দিয়েছে। ব্যাটে-বলে দাপট দেখিয়ে অজিঙ্কা রাহানের দলকে পর্যুদস্ত করেছে। রাজস্থানকে ১২৫ রানে আটকে রেখে সাবলীলভাবে রান তাড়া করে ম্যাচ পকেটে পুরে নিয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : এশিয়া কাপের উদ্বোধনী দিনেই নামবে বাংলাদেশ
--------------------------------------------------------

মুম্বাইয়ের জার্সিতে ওই ম্যাচের প্রথম তিন ওভারে অসাধারণ বোলিং করেন মুস্তাফিজুর রহমান। ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা চেন্নাইয়ের জয়ের জন্য শেষ ১৮ বলে প্রয়োজন ছিল ৪৭ রান। এমন অবস্থায় অসাধারণ ব্যাটিং করেন ডুয়াইন ব্রাভো। ১৮তম ওভারে মিচেল ম্যাকক্লেনাঘানকে দুই ছয় এবং এক চারের মারে ২০ রান নিয়ে নেন ব্রাভো। মূলত এই ওভারেই হেরে যায় মুম্বাই।

জয়ের জন্য চেন্নাইয়ের শেষ ১২ বলে প্রয়োজন ছিল ২৭ রান। ১৯তম ওভারে জসপ্রীত বুমরাকে তিন ছক্কা হাঁকিয়ে খেলাটি নিজেদের করে নেন ক্যারিবীয় তারকা। শেষ দিকে ৬ বলে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ৭ রান। ওই ওভারে মুস্তাফিজ প্রথম তিন বলে ডট দেন। তবে চতুর্থ ও পঞ্চম বলে একটি ছয় আরেকটি চার হাঁকান চেন্নাইয়ের কেদার যাদব। এতে জয় তুলে নেয় ধোনির দল।

প্রথম ম্যাচে ৩.৫ ওভারে ৩৯ রানে ১ উইকেট নেন দ্য ফিজ। শেষ দিকে তার বোলিং নিয়ে কয়েকজন প্রশ্নও তুলেন।

এদিকে সানরাইজার্সের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, রশিদ খান প্রথম ম্যাচ থেকেই ছন্দে রয়েছেন। নিজেদের প্রথম ম্যাচেই জাত চিনিয়েছেন সাকিব আল হাসান। ৪ ওভারে মাত্র ২৩ রান নিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ব্যাটিংয়েও শিখর ধাওয়ান, উইলিয়ামসন, কার্লোস ব্রেথওয়েট, মনীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, নিজের দিনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

এদিকে মুম্বই ইন্ডিয়ান্স বরাবরই শক্তিশালী দল। ব্যাটিংয়ে অধিনায়ক রোহিত শর্মা, বেন কাটিং, জেপি ডুমিনি, হার্দিক ও কুনাল পান্ডিয়া।

অন্যদিকে মুস্তাফিজ, জসপ্রীত বুমরাহ, ম্যাকক্লেনেঘনদের মতো তারাকা বোলারা রয়েছেন।

সাধারণভাবে মুম্বই প্রথম কয়েকটি ম্যাচে ভালো খেলে না। দল সেট হতে সময় নেয়। শেষের দিকে পরপর ম্যাচ জিতে প্রথম চারে জায়গা করে নেয়। এবারও প্রথম ম্যাচ মুম্বাই হেরে গিয়েছে। এখান থেকে কত তাড়াতাড়ি দল ঘুরে দাঁড়ায় সেটাই এখন দেখার।

অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ কেন উইলিয়ামসনের নেতৃত্বে প্রথম ম্যাচে ইতিবাচকতা দেখিয়েছে। সেই মানসিকতা কতটা ধরে রাখতে পারে হায়দরাবাদ তা আইপিএল গড়ালে বোঝা যাবে।

হায়দরাবাদ দল:

কেন উইলিয়ামসন, বিপুল শর্মা, রশীদ খান, সাকিব আল হাসান, ঋদ্ধিমান সাহা, বিকি ভুঁই, ক্রিস জর্ডন, খলিল আহমেদ, দীপক হুডা, সন্দীপ শর্মা, শচীন বেবি, শ্রীবৎস গোস্বামী, ইউসুফ পাঠান, কার্লোস ব্রেথওয়েট, মেহেদি হাসান, শিখর ধাওয়ান, মোহাম্মদ নবী, বেসিল থাম্পি, বিলি স্ট্যানলেক, ভুবনেশ্বর কুমার, নটরাজন, মনীশ পাণ্ডে, সিদ্ধার্থ কউল, তন্ময় আগরওয়াল, অ্যালেক্স হেলস।

মুম্বাই দল:

রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহার, বেন কাটিং, অকিলা ধনঞ্জয়া, জেপি ডুমিনি, ইশান কিষণ, সিদ্ধেশ লাড, এভিন লিউয়িস, শরদ লাম্বা, মায়াঙ্ক মারকান্ডে, মিচেল ম্যাকক্লেনাঘান, মহসিন খান, মুস্তাফিজুর রহমান, এমডি নিধেশ, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, কায়রন পোলার্ড, অনুকুল রায়, প্রদীপ সাঙ্গওয়ান, তাজিন্দর সিং, আদিত্য তারে, সৌরভ তিওয়ারি, সূর্যকুমার যাদব, প্যাট কামিন্স।

আরও পড়ুন :

ওয়াই/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেন্নাইকে বিধ্বস্ত করে জয়ে ফিরলো লখনৌ
টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh