• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অঘটনের জন্ম দিতে চায় আইসল্যান্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ এপ্রিল ২০১৮, ১৪:৫৩

মাত্র তিন লক্ষ জনসংখ্যার দেশ এবং পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র জাতি হিসেবে রাশিয়ার টিকেট নিশ্চিত করাটা আলোচনার মত ব্যপারই বটে। ইংরেজিতে একটা কথা আছে "Quantity not quality matters" সেই কথাটিরই যেন বাস্তব উদাহরণ দিয়ে দিল টীম আইসল্যান্ড। ১৯৩০ এর দশকে ফুটবলে হাতে খড়ি এই জাতির আজকের উত্থান কিংবা সাম্প্রতিক সফলতার পেছনের গল্পটাই কি আর কিভাবেই বা এটা সম্ভব হল?

আইসল্যান্ডের জাতীয় খেলা হ্যান্ডবল সেখানে বরাবরই জনপ্রিয়। হ্যান্ডবলের জনপ্রিয়তার তুলনায় যেখানে ফুটবল ছিল অনেকটাই ফিকে। তাদের সর্বোচ্চ সাফল্য ছিল ইউরোর বাছাই পর্যন্তই। সবচেয়ে ক্ষুদ্র জাতি হিসেবে বিশ্বকাপের টিকিটটা তারা চার বছর আগেই পেতে পারত কিন্তু প্লে অফে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়। আইসল্যান্ড ফুটবল ফেডারেশন (KSI) বেশকিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয় ফুটবল জনপ্রিয় করা এবং সফল জাতীয় দল হিসেবে গড়ে তোলার জন্য। তারই অংশ হিসেবে ২০০৯ সালে একদল তরুণ কোচ ইংল্যান্ড পাড়ি জমায় উয়েফা লাইসেন্স এর প্রস্তুতির জন্য।

--------------------------------------------------------
আরও পড়ুন : এশিয়া কাপের উদ্বোধনী দিনেই নামবে বাংলাদেশ
--------------------------------------------------------