• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এশিয়া কাপের উদ্বোধনী দিনেই নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

  ১২ এপ্রিল ২০১৮, ১৩:৪৯

চলতি বছরের সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এরইমধ্যে এশিয়ার সেরাদের ১৪তম চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রথমে পাকিস্তানে ও পরে ভারতে অনুষ্ঠিত হবার কথা থাকলেও অবশেষে মধ্যপ্রাচ্যের দেশটিতেই এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে ছয় জাতির এই আসরটি। ৩০ সেপ্টেম্বর হবে এই টুর্নামেন্টের ফাইনাল।

২০১৮ সালের আসের দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গ্রুপ ‘এ’ তে আছে ভারত, পাকিস্তান ও প্লে-অফ কোয়ালিফায়ার।

--------------------------------------------------------
আরও পড়ুন : ড্র করেও সেমিতে বায়ার্ন
--------------------------------------------------------

আর গ্রুপ ‘বি’তে আছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে প্লে-অফ খেলবে সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমান।

এক নজরে এশিয়াকাপের সময়সূচি:

গ্রুপ পর্ব:

১৮ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এবং পাকিস্তান বনাম কোয়ালিফায়ার।

১৯ সেপ্টেম্বর : ভারত বনাম কোয়ালিফায়ার।

২০ সেপ্টেম্বর : আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা।

২১ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম আফগানিস্তান এবং ভারত বনাম পাকিস্তান।

সুপার ফোর রাউন্ড:

২৩ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ।

২৪ সেপ্টেম্বর : গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ।

২৫ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ রানার্স আপ বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ।

২৬ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন।

২৭ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ।

২৮ সেপ্টেম্বর : গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ।

৩০ সেপ্টেম্বর: ফাইনাল

আরও পড়ুন :

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
আইপিএলের মাঝপথে হঠাৎ দেশে ফিরলেন মুস্তাফিজ
X
Fresh