• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কমনওয়েলথে বাংলাদেশের দ্বিতীয় পদক শাকিলের

স্পোর্টস ডেস্ক

  ১১ এপ্রিল ২০১৮, ০৯:৩২

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ২১তম আসরে ৫০ মিটার পিস্তলে রৌপ্য জিতলেন বাংলাদেশের শাকিল আহমেদ। ৫০ মিটার পিস্তলে ২২০.৫ স্কোরে রৌপ্য জিতিছেন ২৮ বছর বয়সী এই বাংলাদেশের শুটার। ব্রোঞ্জ জিতেন ভারতের ওঁম মিথারভাল। তিনি ২০১.১ স্কোর করেন। ২২৭.২ স্কোর করে স্বর্ণ জিতেন অস্ট্রেলিয়ার দানিয়েল রেপাকোলি।

এর আগে শুটিংয়ে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছেন আবদুল্লাহ হেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতেছেন তিনি। এবার পিস্তলে বাংলাদেশের হয়ে দ্বিতীয় রৌপ্য এলো শাকিলের হাত ধরে।

বাংলাদেশের ছেলেদের ইভেন্টের মতো মেয়েদের ইভেন্টে কোনো পদক না এলেও ভালো করছেন তারা। ১০ মিটার এয়ার পিস্তলে চতুর্থ হয়েছেন উম্মে সুলতানা। আর মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণীতে ব্যক্তিগত রেকর্ড গড়ে ষষ্ঠ হয়েছেন মাবিয়া সীমান্ত।

আরও পড়ুন :

এএ/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh