• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাসেল তাণ্ডবে রানের পাহাড় কলকাতার

স্পোর্টস ডেস্ক

  ১০ এপ্রিল ২০১৮, ২২:২৫

দু’দলই জিতেছে চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে। দুই বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচ জিতে জানান দিয়েছে তারা হারিয়ে যায়নি। তবে কম নয় কলকাতা নাইট রাইডার্সও।

১১তম আসরের ৫ম ম্যাচে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স। নিজেদের মাঠে চেন্নাই অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনী টস জিতে ব্যাটিংয়ে পাঠায় কেকেআরকে।

ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি দুই ওপেনার ক্রিস লিন এবং সুনীল নারীণ। আগের অর্ধ শতক হাকানো নারীণ দুই ছয়ে ১২ রান করে আউট হোন চার বলের সময়। এরপর ক্রিস লিন ফিরে যান ১৬ বলে ২২ রানে।

কলকাতার মিডল অর্ডার নড়বড়ে আচরণ করলেও লোয়ার অর্ডারে দু’হাত খুলে ব্যাট চালান লেজের গেইল খ্যাত আন্দ্রে রাসেল। দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে একাই টেনে তুলেন নাইট রাইডার্সকে।

৩৬ বলে ১১ ছয় আর ১ চারে ৮৮ রান নিয়ে ইনিংস শেষ করেন আন্দ্রে রাসেল। দিনেশ কার্তিকের ব্যাটে আসে ২৫ বলে ২৬ রান।

২০ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ২০২ রান।

চেন্নাইয়ের বোলাররা শুরু থেকে নাইট ব্যাটসম্যানদের চেপে রাখলেও শেষের দিকে আর থামিয়ে রাখতে পারেনি। শেন ওয়াটসন ২ উইকেট নেন ৩৯ রান দিয়ে। ১ উইকেট করে পান হারভজন সিং, রবিন্দ্র জাদেজা, এবং শার্দিল ঠাকুর।

জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের লক্ষ্য ২০ ওভারে ২০৩ রান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়ের খোঁজে টস জিতে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
চেন্নাইয়ের হয়ে খেলা এবং ধোনিকে নিয়ে যা বললেন মোস্তাফিজ
বাংলাদেশ সিরিজের জন্য আইপিএল ছাড়ছেন রাজা!
ম্যান সিটির ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh