• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১১ মৌসুম পর অ্যাটলেটিকোকে বিদায়

স্পোর্টস ডেস্ক

  ১০ এপ্রিল ২০১৮, ১৮:২৫

২০০১ সালের ২৭ মে ভিসেন্তে ক্যালদেরনে লেগানেসের বিপক্ষে ম্যাচ দিয়ে অ্যাথলেটিকোর হয়ে অভিষেক হয় টরেসের। এর ৬ হাজার ১৬১ দিন পর কাল দ্বিতীয়বারের মতো ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন। দুই স্পেলে অ্যাথলেটিকোতে কাটালেন ১১ মৌসুম। এই সময়ে খেলেছেন ছয়টি ভিন্ন প্রতিযোগিতায়।

মাত্র ১১ বছর বয়সে অ্যাথলেটিকো মাদ্রিদের ট্রায়ালে সুযোগ পেয়েছিলেন। এমনি এমনিই পাননি। রায়োর হয়ে এক মৌসুমেই ৫০ গোল করেছিলেন। সে সুবাদেই ট্রায়ালে সুযোগ পাওয়া। সেই ট্রায়ালে সবার চেয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সুযোগ করে নিলেন অ্যাথলেটিকো মাদ্রিদে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। শৈশবের সেই ক্লাবকে অবশেষে বিদায় জানালেন অ্যাথলেটিকো মাদ্রিদের স্প্যানিশ তারকা ফার্নান্দো টরেস। গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদায়ের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে তোরেস বলেন, অ্যাথলেটিকো মাদ্রিদে এটিই আমার শেষ মৌসুম। এটা খুব সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু বাস্তবতা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় এটিই সেরা সিদ্ধান্ত। মেনে নিয়েছি যে, আমি দলের হয়ে তেমন কোন পারফরম্যান্স করতে পারছিলাম না। এজন্য অন্যদের সুযোগ করে দিতে আমি সরে যাচ্ছি।

--------------------------------------------------------
আরও পড়ুন : আইপিএল থেকে ছিটকে গেলেন কামিন্স
--------------------------------------------------------