• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কলকাতা-চেন্নাই ম্যাচ ঘিরে বাড়তি নিরাপত্তা

স্পোর্টস ডেস্ক

  ১০ এপ্রিল ২০১৮, ১৩:৪৪

কাবেরী নদীর পানি নিয়ে প্রতি গ্রীষ্মেই জলযুদ্ধ হয় দক্ষিণ ভারতে। এবারও তামিলনাড়ুতে নদীর পানি নিয়ে ফের শুরু হয়েছে অশান্তি। দুই বছর পরে নির্বাসন কাটিয়ে এদিন পি চিদাম্বরম স্টেডিয়ামে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আজ মঙ্গলবার রাত সাড়ে আটটায় এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি। এই ম্যাচের আগেই অন্য প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে আইপিএল কমিটি ও চেন্নাই টিম ম্যানেজমেন্টকে।

একদল তামিল রাজনীতিবিদ, চলচ্চিত্র শিল্পি, সমাজকর্মী মিলে আইপিএল ম্যাচের আগে চিদাম্বরম স্টেডিয়ামের সামনে বিক্ষোভ দেখাবেন। তাদের অভিযোগ, সারা রাজ্য পানির সমস্যায় ভুগছে। সেখানে পানি নষ্ট করে আইপিএল আয়োজন কিছুতেই বরদাস্ত করা যায় না।

ক্রিকেটের কারণে কাবেরীর পানিসঙ্কট ইস্যু থেকে মানুষের মন ঘুরে যাচ্ছে বলেও অভিযোগ তাদের।

--------------------------------------------------------
আরও পড়ুন : দ্রুততম মানব আকানি, মানবী লি আহাই
--------------------------------------------------------