• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সেমির লড়াইয়ে এগিয়ে অ্যাথলেটিকো

স্পোর্টস ডেস্ক

  ০৬ এপ্রিল ২০১৮, ১০:২১

উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লেগের ম্যাচে পর্তুগীজ ক্লাব স্পোর্টিংকে ২-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। এই জয়ের ফলে তারা সেমিফাইনালে উঠার লড়াইয়ে এগিয়ে থাকল। স্পোর্টিংয়ের ঘরের মাঠে ফিরতি লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ এপ্রিল।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচ শুরু হতে না হতেই গোলের দেখা পায় স্বাগতিকরা। ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন কোকে। এরপর ম্যাচের ৪০তম মিনিটে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আঁতোয়ান গ্রিজম্যান। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিকো মাদ্রিদ।

--------------------------------------------------------
আরও পড়ুন : ব্রাজিল সমর্থকদের সুখবর দিলেন এমেরি
--------------------------------------------------------

শেষ আটের প্রথম লেগের অন্যান্য ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব সাইসবুর্গের বিপক্ষে নিজেদের মাঠে ৪-২ গোলে ইতালির দল লাৎসিও এবং ফ্রান্সের ক্লাব অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে জার্মান ক্লাব লাইপজিগ।

লা লিগায় এবারের মৌসুমে এখন পর্যন্ত ৬৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ৭৬ পয়েন্ট নিয়ে সেরা অবস্থানে আছে বার্সেলোনা। ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ। সান্টিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে আগামী ৮ এপ্রিল রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh