• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নিউজিল্যান্ডের বর্ষসেরা ট্রেন্ট বোল্ট

স্পোর্টস ডেস্ক

  ০৫ এপ্রিল ২০১৮, ১৫:৪৪

হ্যাটট্রিকের সুযোগ ছিল কেন উইলিয়ামসনের সামনে। তবে ট্রেন্ট বোল্টের কাছে হার মানলেন কিউই এই অধিনায়ক। নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার হিসেবে ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিতে নিলেন বোল্ট।

২০১৭-১৮ মৌসুমে তিন ফরমেট মিলিয়ে ৭৭টি উইকেট পেয়েছেন বোল্ট। নিউজিল্যান্ডের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট ছুঁয়েছেন ২০০ উইকেটের মাইলফলক। ওয়ানডে ইতিহাসের ষষ্ঠ দ্রুততম বোলার হিসেবে এই মৌসুমেই একশ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি। সবমিলিয়ে বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জয়ের দাবিদার হয়ে উঠেছিলেন এই পেসার।

এদিকে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের ট্রফি উঁচিয়ে ধরেন রস টেইলর। সেরা ফার্স্টক্লাস ব্যাটসম্যান হিসেবে ‘রেডপাথ কাপ’ও গ্রহণ করেন তিনি। তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে সেরার আসনে বসেন মারকুটে ব্যাটসম্যান কলিন মুনরো।

প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দ্বিতীয়বারের মতো সেরা বোলার হয়ে ‘উইনসর কাপ’ জিতে নেন নেইল ওয়াগনার। নারীদের ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরমেটে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন সোফি ডিভাইন।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh