• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গোলটি ইতিহাসের অন্যতম সেরা: জিদান

স্পোর্টস ডেস্ক

  ০৪ এপ্রিল ২০১৮, ১৭:২৯

জিনেদিন জিদান নিজেই বিশ্বাস করতে পারছিলেন না। ক্রিশ্চিয়ানো রোনালদোর উড়ন্ত কিকের পর মাথায় হাত দিয়ে ফেলেন রিয়াল কোচ। ক্যারিয়ারে অসংখ্য গোল করেছেন জিদান। কিন্তু সেই বিশ্ববন্দিত ফ্রেঞ্চ তারকাও চমকে গেলেন।

জুভেন্টাসের বিরুদ্ধে সিআর সেভেনের দ্বিতীয় গোল সবার নজর কেড়ে নিয়েছে। পুরো বাইসাইকেল কিকও নয়। অদ্ভুতভাবে শূন্য শরীরকে উড়িয়ে দিয়ে গোলটা করে গেলেন রোনালদো।

এদিনের রিয়াল ফরোয়ার্ডের গোল কুর্নিশ আদায় করে নিয়েছে জুভি ফ্যানরাও।

গোল নিয়ে ম্যাচ শেষে রিয়াল বস জিদান বলেন, ‘রোনালদোর গোলটি ইতিহাসের অন্যতম সেরা। আমি তার অর্জনে সত্যিই খুশি।’

--------------------------------------------------------
আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে গম্ভীর-আফ্রিদির যুদ্ধ!
--------------------------------------------------------

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ৯ ম্যাচে ১৯ গোল করেছেন তিনি। অন্যদিকে দেশ ও ক্লাব মিলিয়ে ১৩ ম্যাচে ২৫ টি গোল করেছেন।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে ৩৬ ম্যাচে ৩৯ গোল করেছেন। ইউরোপের সেরা পাঁচটি লিগে যে ফুটবলাররা খেলেছেন তাদের মধ্যে সেরা গোল স্কোরার তিনিই। এই লিগের মধ্যে রয়েছে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন।

এমনকি চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চেয়ে মোট গোলে চ্যাম্পিয়ন্স লিগে ১৯ টা বেশি গোল রয়েছে তার।

এবারের চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষে জালে মোট ২৫টি গোল করেছেন রিয়াল মাদ্রিদ। তার মধ্যে পর্তুগিজ তারকা নিজেই ১৪টি গোল করেছেন। করিয়েছেন ৩টি গোল। ৬৮ শতাংশ গোলেই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের অবদান রয়েছে।

সোশ্যাল মিডিয়াতেও গোলের প্রশংসায় পঞ্চমুখ তাবড় ফুটবল তারকারা। টুইট করেছেন মাইকেল ওয়েন, পিটার ক্রাউচ, গেরি লিনেকারের মতো কিংবদন্তিরা।

রিয়াল প্রাণ ভোমরা এমন একটি গোল করেছেন, যারা এরমধ্যেই সেটা দেখেছেন তারা সেটি আবারও দেখতে চাইবেন। ঠিক তেমনিই যারা দেখেননি তারাও সেটা দেখার আগ্রহে বসে আছেন।

আরও পড়ুন:

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh