• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

স্যাভলনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদুল্লাহ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ এপ্রিল ২০১৮, ১২:০৮

দেশের এন্টিসেপটিক ব্র্যান্ড স্যাভলনের সঙ্গে ১ বছর মেয়াদী চুক্তিতে আবদ্ধ হলেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। এ চুক্তি অনুযায়ী মাহমুদুল্লাহ স্যাভলনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিভিন্ন প্রচার-প্রচারণা কার্যক্রমে প্রতিনিধিত্ব করবেন।

মঙ্গলবার তেজগাঁওয়ে অবস্থিত এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের অফিস নিনাকাব্যে এ স্বাক্ষর অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, বিজনেস ডিরেক্টর মো. কামরুল হাসান ও বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমদ।

বাংলাদেশের বাজারে স্যাভলন ব্র্যান্ডের রয়েছে বহুল জনপ্রিয় এন্টিসেপটিক লিকুইড, ক্রিম, সাবান, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার, ওয়াইপস ও ব্যান্ডেজ। বহুবছর ধরে বাংলাদেশের প্রতিটি পরিবারকে সুরক্ষা দিয়ে আসছে স্যাভলন। ক্ষত-পোড়া ও কাটা-ছেঁড়া প্রতিকারে, জীবাণুমুক্ত গোসলে ও ঘরের পরিচ্ছন্নতায় স্যাভলন নিশ্চিত করেছে জীবাণুমুক্ত প্রতিদিন। প্রাথমিক চিকিৎসার একটি অবিচ্ছেদ্য অংশ তাই স্যাভলন।

এএ/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh