• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শীর্ষে আশরাফুল-মাশরাফি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ এপ্রিল ২০১৮, ১৯:৩৫

একজন বাংলাদেশ ক্রিকেটের প্রথম তারকা, আরেকজন সর্বকালের সেরা অধিনায়ক। মোহাম্মদ আশরাফুল আর মাশরাফি বিন মুর্তজার হাত ধরে কত জয়ের মালা গেঁথেছে টাইগাররা সেসব কখনোই ভোলার নয়। চোটে পড়ে ম্যাশ ক্যারিয়ার থেকে খুইয়েছেন অনেক ম্যাচ, ম্যাচ গড়াপেটার দায়ে আশরাফুল নির্বাসিত দীর্ঘ ৫ বছর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে।

অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে আপাতত ঘরোয়া ক্রিকেটের খেলায় ফিরেছেন আশরাফুল। কলাবাগান ক্রিড়া চক্রের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে খেলছেন প্রথম থেকেই।
আন্তার্জাতিক ক্রিকেট সূচীতে ব্যস্ততা না থাকায় মাশরাফিও খেলার সুযোগ পেয়েছেন টুর্নামেন্টে।

--------------------------------------------------------
আরও পড়ুন: পরপর তিন সেঞ্চুরি করে আশরাফুলের রেকর্ড
--------------------------------------------------------

মাশরাফির দল আবাহনী লিমিটেড সুপার সিক্স পর্বে খেললেও আশরাফুলের দল বাদ পড়েছে তার আগেই। পয়েন্ট তালিকার তলানীতে থাকায় কলাবাগান ক্রিড়া চক্রকে খেলতে হচ্ছে রেলিগেশন পর্ব।