• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তিন ম্যাচে তহুরার ৮ গোল

স্পোর্টস ডেস্ক

  ০১ এপ্রিল ২০১৮, ১৬:৪৪
তহুরা খাতুন (ফাইল ছবি)

হংকংয়ে আমন্ত্রণমূলক চার জাতি নারী ফুটবল টুর্নামেন্টের তিন ম্যাচে মোট ২৪ গোল দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। এই আয়োজনের তিন ম্যাচে দুই হ্যাট্রিকসহ মোট ৮ গোল করেছেন বাংলাদেশের স্ট্রাইকার তহুরা খাতুন।

আজ রোববার জকি ক্লাব নারী ফুটবলে নিজেদের তৃতীয় এবং শেষ ম্যাচে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে ৬-০ গোলে জয় পেয়েছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। এই ম্যাচে হ্যাট্রিক করেন বাংলার মেসি খ্যাত তহুরা।

এদিন সিউ সাই ওয়ান স্পোর্টস গ্রাউন্ডে তহুরা ছাড়াও গোল করেন সাজেদা খাতুন, শামসুন্নাহার, আনুচি মোগিনি।

--------------------------------------------------------
আরও পড়ুন: বাংলাদেশকে অপরাজিত চ্যাম্পিয়ন বানাল মেয়েরা
--------------------------------------------------------

বাংলাদেশ-হংকং ছাড়া এতে অংশ নেয় মালয়েশিয়া ও ইরান। গত শুক্রবার মালয়েশিয়াকে ১০-১ গোলে বিধ্বস্ত করে লাল-সবুজের প্রতিনিধিরা। ওইম্যাচে দুটি গোল দেন তহুরা।

গতকাল শনিবার ইরানের বিপক্ষে গোলোৎসব করে বাংলাদেশ দল। ৮-১ গোলের ব্যবধানে জয় পায় অনূর্ধ্ব-১৫ দলটি। ওই ম্যাচের ১৩ মিনিটে নিজের দ্বিতীয় আর ২৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে স্কোরলাইন ৩-০ করেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের এই নারী ফুটবলার।

নারী বয়সভিত্তিক আন্তর্জাতিক ফুটবলে সাফল্য এবারই প্রথম নয় বাংলাদেশের। গত ডিসেম্বরে এই দলটাই অনূর্ধ্ব-১৫ সাফে চ্যাম্পিয়ন হয়েছে।

২০১৪ ও ২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৪ নারীদের সাউথ-সেন্ট্রাল জোনের এ দুইবার চ্যাম্পিয়ন হয় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

২০১৪ সালে নেপাল থেকে এবং ২০১৬ সালে তাজিকিস্তান থেকে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরে বাংলাদেশের অদম্য কিশোরীরা।

আরও পড়ুন:

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh