• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৩৯ বছর পর বিশ্বকাপ স্বপ্ন ‘শেষ’ জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক

  ২৩ মার্চ ২০১৮, ১০:০৫

সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারলেই ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপে জায়গা করে নিত জিম্বাবুয়ে। অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও আরব আমিরাতের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শেষপর্যন্ত ৩ রানে হারে দলটি। এই হারের ফলে বিশ্বকাপ স্বপ্ন প্রায় শেষ জিম্বাবুয়ের।

আজ আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ রয়েছে। এই ম্যাচে যারা জিতবে তারা বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পাবে। আর এই ম্যাচটি যদি পরিত্যক্ত হয় তাহলে আয়ারল্যান্ড বিশ্বকাপে জায়গা করে নিবে। আর যদি ড্র হয় তাহলে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে নেট রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই বিশ্বকাপে খেলবে। নেট রান রেটের হিসাবে এই তিন দলের মধ্যে বর্তমানে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড।

--------------------------------------------------------
আরও পড়ুন: আইএসের হুমকি, মেসির পাশে বোমা!
--------------------------------------------------------

গতকালের হারে ১৯৭৯ সালের পর এই প্রথম বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল টেলর-সিকান্দার রাজাদের জিম্বাবুয়ে।