• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টেস্ট ক্রিকেটের সর্বনিম্ন দশ স্কোর

স্পোর্টস ডেস্ক

  ২২ মার্চ ২০১৮, ১৮:৫২

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের পাঁচ ব্যাটসম্যান শূন্য করে প্যাভিলিয়নে ফিরে যান। মাত্র ৫৮ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। নিঃসন্দেহেই লজ্জাজনক পরিস্থিতি। তবে ক্রিকেটের ইতিহাসে এমন উদাহরণ রয়েছে একাধিক। সেই তালিকায় ৩৫ নম্বরে রয়েছে এই ইনিংস। এ বার দেখে নেয়া যাক টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন দশ স্কোর।

*** ২৫ মার্চ, ১৯৫৫ সাল:
অকল্যান্ডে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড-এর টেস্ট ম্যাচে মাত্র ২৬ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই কোনও ইনিংসের সর্বনিম্ন স্কোর। ম্যাচটি ইংল্যান্ড এক ইনিংস ও ২০ রানে জিতে নেয়। এটি ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৪০২তম টেস্ট ম্যাচ।

--------------------------------------------------------
আরও পড়ুন: টুইট করে বিপাকে হার্দিক পান্ডিয়া
--------------------------------------------------------

*** ১৩ ফেব্রুয়ারি, ১৮৯৬:
পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচের উভয় ইনিংসেই শতরানের আগে অলআউট হয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৯৩ রান করতে পারলেও দ্বিতীয় ইনিংসে ৩০ রানে অলআউট হয়ে দ্বিতীয় সর্বনিম্ন স্কোরের মালিক হয় প্রোটিয়ারা। ম্যাচটি ইংল্যান্ড ২৮৮ রানে জিতে নেয়। এটি ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৪৭তম টেস্ট ম্যাচ।