• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শনিবার থেকে সুপার-সিক্সের লড়াই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মার্চ ২০১৮, ২১:০৭

এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) শুরুর আগে বেশ কয়েকটি আশা দেখিয়েছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। দেশের ক্রিকেটের এই মর্যাদা পূর্ণ আসরটি টিভিতে সম্প্রচারের কথা ছিল। গোলাপি বলে দিবা-রাত্রির ম্যাচ আয়োজন করার কথাও হয়েছিল। শেষ হয়েছে প্রথম পর্বের খেলা। তবে আগের বারের মতই রয়ে গেছে এবারের আসর।

আগামী শনিবার ২৪ মার্চ থেকে শুরু হবে সেরা ছয় দলকে নিয়ে দ্বিতীয় রাউন্ড। ২৫ মার্চ থেকে শুরু হবে রেলিগেশন পর্বের খেলা।

টিভি সম্প্রচার বা দিবা-রাত্রির ম্যাচ না পারলেও এবারের টুর্নামেন্টে থাকছে রিজার্ভ ডে এবং রিকভারি ডে। যার ফলে গত আসরগুলোর মদো তাড়াহুড়ো করে ম্যাচ আয়োজন করতে হবেনা। চাপ পড়বেনা ক্রিকেটারদের উপরও।

গত আসরগুলোতে রিজার্ভ-ডে তে খেলা থাকলেও দেখা যেতো পরের দিনই আবার খেলতে নামতে হতো দলগুলোকে। এবার রিকভারি-ডে থাকাতে খেলার পরের দিন বিশ্রাম পাবে খেলোয়াড়রা। এমনটিই জানালেন আয়োজক কমিটির সমন্বয়কারী আমিন খান।

শনিবার থেকে সুপার লিগ শুরু করলেও সিসিডিএম এখনো সূচিই দিতে পারেনি। তবে নিশ্চিত করেছে ভেন্যু। ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে ফতুল্লা, মিরপুর আর বিকেএসপিতে।

ঢাকার শীর্ষ ১২ টি দল নিয়ে ফেব্রুয়ারির ৫ তারিখে মাঠে গড়ায় এবারের আসর। প্রত্যেকটি দলের বিপক্ষে একটি করে ম্যাচ দিয়ে মোট ১১টি ম্যাচ খেলে সব দল।

সুপার সিক্স নিশ্চিত করা দলগুলো:

সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে আবাহনী লিমিটেড। এর পরেই আছে ১৪ পয়েন্ট নিয়ে লিজেন্ড অব রুপগঞ্জ। ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে খেলাঘর সমাজ কল্যাণ। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।

১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং ছয় নম্বরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ১২ পয়েন্ট।

সুপার সিক্স পর্বে না উঠতে পারলেও আগামী মৌসুমে খেলতে পারবে মোহামেডান স্পোর্টিং ক্লাব(১১), নবাগত ক্লাব শাইন পুকুর ক্রিকেট ক্লাব(১০) এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব(১০)।

২৫ মার্চ থেকে শুরু হওয়া রেলিগেশন পর্বে খেলবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন এবং কলাবাগান ক্রিড়া চক্র। এখান থেকে তলানীতে থাকা দু’দল খেলবে আগামী মৌসুমের প্রথম বিভাগ লিগ।

পয়েন্ট লিগের শেষ পর্যন্ত পয়েন্ট তালিকায় যে দল সবার শীর্ষে থাকবে তারাই হবে চ্যাম্পিয়ন।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিলান ডার্বিসহ টিভিতে আজকের খেলা
অসহনীয় গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
শেখ জামালকে গুঁড়িয়ে আবাহনীর বিশাল জয়
সোহানের ফিফটিতে দুর্দান্ত জয় শেখ জামালের
X
Fresh