• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফাইনাল নিয়ে মুখ খুলেছেন রুবেল

স্পোর্টস ডেস্ক

  ১৯ মার্চ ২০১৮, ১১:১১

ত্রিদেশীয় এই সিরিজে ৫ ম্যাচে মোট ৭ উইকেট নিয়েছেন। ফাইনালে নিজের প্রথম তিন ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন এই পেসার। ইনিংসের ১৯তম ও নিজের শেষ ওভারে ২২ রান। এই ওভারটিই নায়ক থেকে খলনায়ক বানিয়ে দিয়েছে রুবেলে হোসেনকে।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ট্রফিটি নিজেদের করার জন্য শেষ তিন ওভারে ভারতের দরকার ছিল ৩৫ রান। ১৮তম ওভারে মাত্র ১ রান দিয়ে একটি উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। শেষ দুই ওভারে দরকার ৩৪ রান। জয় তখন বাংলাদেশের হাতের মুঠোয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: রোনালদোর এক হালি
--------------------------------------------------------

১৯তম ওভারে বোলিংয়ে আসেন রুবেল। কিন্তু তার এই ওভারে দিনেশ কার্তিক নেন ২২ রান। শেষ ওভারে একটি উইকেট পেয়েও ভারতের জয় আটকানো সম্ভব হয়নি। ওই ওভারে ১৩ রান দেন পার্টটাইম বোলার সৌম্য সরকার। ভারতের কাছে ৪ উইকেটের হারে শিরোপা স্বপ্ন ভাঙে বাংলাদেশের।