• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মার্চ ২০১৮, ১২:১২

নিদাহাস ট্রফির স্বপ্নের ফাইনালে জিতে শিরোপা তুলে ধরতে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বোর প্রেমাসাদা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। বাংলাদেশ টেলিভিশন, চ্যানেল নাইন ও ডিস্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

২০১৬ সালে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে পরাজয়ের ক্ষত এখনো শুকায়নি। এবার ক্ষত শুকানোর মোক্ষম সুযোগ পেয়েছে টাইগাররা। সেই ফাইনাল ম্যাচের অধিনায়ক মাশরাফি এবার কিন্তু ট্রফিটা টাইগারদের হাতেই দেখছেন।

ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, শিরোপা জয়ের সূবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশের। তবে সেটা সম্ভব কিভাবে? সে জন্য বাতলে দিয়েছেন মূলমন্ত্র। পুরো ভারতীয় টিমের চারজনের ওপর থাকতে হবে মূল ফোকাস। তাহলেই হাতে উঠবে স্বপ্নের ট্রফি।

--------------------------------------------------------
আরও পড়ুন: উইনিং কম্বিনেশনই চান আশরাফুল-মাশরাফি
--------------------------------------------------------

লিগ পর্বে ভারতের বিপক্ষে খেলা দুটি ম্যাচে বাংলাদেশ হারলেও আজ অনেকটা ফুরফুরে মেজাজেই মাঠে নামবে। কারণ গত উত্তেজনাপূর্ণ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেভাবে জয় পেয়েছে সেটি অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে বাংলাদেশকে। তবে লিগ পর্বে ভারতের বিপক্ষে দুটি ম্যাচে হারলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলে যোগ দেয়ায় বাংলাদেশ দল জয়ের ব্যাপারে অনেক আত্মবিশ্বাসী। সেই প্রত্যয় নিয়েই শিরোপা জিততে সন্ধ্যায় ভারতের মোকাবেলা করতে নামবে সাকিব বাহিনী।

আজকের ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তনের কোনো আভাস পাওয়া যায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ ম্যাচের একাদশ নিয়েই বাংলাদেশ মাঠে নামবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল অপু।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh