• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফাইনালে লঙ্কান ক্রিকেট প্রেমীদের সমর্থন চান সাকিব

স্পোর্টস ডেস্ক

  ১৭ মার্চ ২০১৮, ১২:৫৩

নিদাহাস ট্রফির অঘোষিত সেমিফাইনালে টান টান উত্তেজনা বিরাজ করছিল। শেষ ওভারে লেগ আম্পায়ার ‘নো’ দিলেও সেটাকে শেষ পর্যন্ত ‘নো বল’ দেয়া হয়নি। আর সেই মুহূর্তে উত্তেজিত টাইগার অধিনায়ক সাকিব আল হাসান চলে আসলেন মাঠের বাউন্ডারি লাইনে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দেশের ক্রিকেটাররাই অগোছালো। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের কিন্তু এরকম ম্যাচের টানটান উত্তেজনার জন্য দায়ী আম্পায়ার।

আর এই বিষয়টি মেনে না নিতে পেরেই সাকিবের এমন আচরণ। রাগান্বিত ও উত্তেজিত সাকিব দলকে মাঠ থেকে বেরিয়ে আসতেও বলেন।

লঙ্কান পেসার ইসরু উদানার ওই ওভারটি চলাকালে কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সাইডলাইন থেকে ড্রেসিং রুমে চলে যান সাকিব। ফের শুরু হয় খেলা। ৪ বলে ১২ রান দরকার ছিল। এক বল হাতে থাকতেই লঙ্কানদের কাঁদিয়ে ম্যাচটি নিজেদের করে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। জয়ে মেতে ওঠে দল।