• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লিটনের পর ফিরলেন সাব্বির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মার্চ ২০১৮, ২১:৫১

ওয়াইডের বলে ব্যাট চালিয়ে বোকার মতো মিডঅফে দাড়ানো পেরেরাকে ক্যাচ প্র্যাকটিস করালেন লিটন দাস। বোলার ধনঞ্জয়া এ বলটিকে জুয়া হিসেবেই খেলেছিলেন। আর সেই জুয়াই কাজে দিলো। এতে করে দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

তৃতীয় উইকেটে নিজের জাত চেনাতে এসে আবারো ফ্লপ সাব্বির রহমান। দলীয় ৩৩ রানে আকিলা ধনঞ্জয়ার বলে স্ট্যাম্পিং হন তিনি। এদিন আট বল খেলে ৩ চারের সাহায্যে ১৩ রান করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান। উইকেটে আছেন তামিম ইকবাল ২৪ ও মুশফিকুর রহিম ১২ রানে।

এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলাররা। দলীয় ১৫ রানেই লঙ্কান ওপেনার গুণাথিলাকে সাব্বিরের ক্যাচ বানিয়ে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন ৪৮ দিন পর মাঠে ফেরা সাকিব আল হাসান। এরপর বোলিংয়ে পরিবর্তন করে মুস্তাফিজ এনেই সাফল্য পান সাকিব। দলীয় ২২ রানে কুশল মেন্ডিসকে সৌম্যর ক্যাচ বানিয়ে ফেরান মুস্তাফিজ। দলীয় ৩১ রানে ক্রিজে সেট হওয়ার আগেই মিরাজ ও মুস্তাফিজ মিলে রান আউট করেন থারাঙ্গাকে।