• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দুই পেরেরার হাফসেঞ্চুরিতে লঙ্কানদের ফাইটিং স্কোর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মার্চ ২০১৮, ২১:১৩

প্রথম দিকের ধাক্কা সামলে কুশল পেরেরা ও থিসারা পেরেরা হাফসেঞ্চুরিতে ফাইটিং স্কোর দাঁড় করিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। এ ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না উভয় দল। কারণ এ ম্যাচে হারলেই দর্শক হয়ে যেতে হবে। এমন পরিস্থিতিতে টাইগারদের বোলিং তোপে পড়ে লঙ্কানরা।

অঘোষিত সেমিফাইনালে টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ফিরে আসে দলে। সাকিবকে ফিরে পেয়েই যেনো উজ্জীবিত গোটা বাংলাদেশ দল। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান।

অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলাররা। দলীয় ১৫ রানেই লঙ্কান ওপেনার গুণাথিলাকে সাব্বিরের ক্যাচ বানিয়ে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন ৪৮ দিন পর মাঠে ফেরা সাকিব আল হাসান। এরপর বোলিংয়ে পরিবর্তন করে মুস্তাফিজ এনেই সাফল্য পান সাকিব। দলীয় ২২ রানে কুশল মেন্ডিসকে সৌম্যর ক্যাচ বানিয়ে ফেরান মুস্তাফিজ। দলীয় ৩১ রানে ক্রিজে সেট হওয়ার আগেই মিরাজ ও মুস্তাফিজ মিলে রান আউট করেন থারাঙ্গাকে।

পরের ওভারে এসে আবার আঘাত হানেন মুস্তাফিজ। এবার কোন রান করার আগেই উইকেটের পিছনে মুশফিককে ক্যাচ দেন শানাকা। এরপর দলীয় ৪১ রানে জীবন মেন্ডিসকে মুস্তাফিজের ক্যাচ বানিয়ে ফেরান মিরাজ। এরপর শুধু দুই পেরেরার ব্যাটিং শো। উভয়ে মিলে ৬ষ্ঠ উইকেট জুটিতে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন। দলীয় ১৩৮ রানে কুশল পেরেরাকে সৌম্য সরকার ফেরালেও ৪০ বলে ৭ চার ও ১ ছয়ের সাহায্যে ৬১ রানের ইনিংস খেলে যান। শেষ ওভারে থিসারা পেরেরাকে তামিম ইকবালের ক্যাচ বানিয়ে ফেরান রুবেল। তার আগে থিসারা পেরেরাও ৩৭ বলে ৩ ছয় ও ৩ চারের সাহায্যে ৫৮ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে ১৬০ রানের লক্ষ দাঁড় করায় লঙ্কানরা।