• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নিদাহাসের আগেই ফাইনালে বাংলাদেশ!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মার্চ ২০১৮, ২২:২১

প্রতিপক্ষ একই, সেই শ্রীলঙ্কা। আজ এশিয়ান গেমস হকি বাছাইয়ের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠেছে বাংলাদেশ। আগামীকালও এমনই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেই ফাইনালে ওঠতে হবে বাংলাদেশকে। তবে সেটা ক্রিকেটে।

ভয়ই ধরিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা! ৪৮ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকলে ভয় না ধরে আর উপায় আছে। কিন্তু সে ভয় এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন রোমান সরকার। তার জোড়া গোলের ওপর ভর করেই ম্যাচটি শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে ৩-২ গোলে। বাংলাদেশের অন্য গোলটি করেছেন মিলন হোসেন। এই জয়ে এশিয়ান গেমস হকি বাছাইয়ের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ।

এশিয়ান গেমসের বাছাইপর্বের সেরা ৫টি দল খেলবে মূলপর্বে। ফাইনাল নিশ্চিত করায় মূল পর্বও নিশ্চিত হয়ে গেল লাল-সবুজদের।

দ্বিতীয় সেমিতে খেলা ওমান-হংকংয়ের মধ্যকার জয়ী দলের বিপক্ষে ১৭ মার্চের ফাইনালে নামবে মাহবুব হারুনের শিষ্যরা।

৩৮ মিনিটে থারাঙ্গার গোলে এগিয়ে যায় শ্রীলঙ্কা ০-১। ১১ মিনিট পরে বাংলাদেশকে সমতায় ফেরান রোমান সরকার ১-১। সমতায় ফিরে একটু নড়ে চড়ে বসার আগেই আবার গোল হজম করে বাংলাদেশ। ৫১ মিনিটে ব্যবধান ১-২ করেন শ্রীলঙ্কার ধাম্মিকা। পরের মিনিটেই আবার বাংলাদেশকে সমতায় ফেরান রোমান ২-২। বাংলাদেশের পক্ষে খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে অর্থাৎ ৫৮ মিনিটে জয়সূচক গোলটি করেন মিলন হোসেন।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ক্রীড়ামন্ত্রী হস্তক্ষেপ না করলে হকির মৃত্যু ঘটবে’
হকি ফেডারেশনের সহসভাপতি ইউসুফ আর নেই
X
Fresh