• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৮ উইকেট নিয়ে ইয়াসিরের ইতিহাস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মার্চ ২০১৮, ১৩:২৩

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফতুল্লা স্টেডিয়ামে আরাফাত মিশুর দুর্দান্ত বোলিংয়ের কাছে ব্যাট হাতে দাড়াতেই পারেনি মাশরাফির আবাহনীর ব্যাটসম্যানরা। ৮.১ ওভার বোলিং করে এবারের আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন এই বোলার। এটা লিস্ট এ ক্যারিয়ারেও বাংলাদেশের কোনও বোলারের করা সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টসে জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্যাটিংয়ে নেমেই ইয়াসিরের তোপের মুখে পড়ে আবাহনী। ইয়াসিরের প্রথম শিকার হন আবাহনীর ওপেনার সাইফ হাসান (১)।

এরপর একে একে নাজমুল হোসেন শান্ত (০), অধিনায়ক নাসির হোসেন (০), মোসাদ্দেক হোসেন সৈকতকে (০), মাশরাফি বিন মুর্তজা (৮), সানজামুল ইসলাম (০), আরিফুল ইসলাম সবুজকে (০) ও মানান শর্মার (৪৬) উইকেট নেন ইয়াসির।

৮.১ ওভার করে ৪০ রানের খরচায় এ ৮ উইকেট নেন তিনি। এটি লিস্ট-এ ক্যারিয়ারে তৃতীয় ম্যাচ ইয়াসিরের। এছাড়া টিপু সুলতান নেন ২ উইকেট।