• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভারতের বিপক্ষে কালো ব্যাজ পরে নামবে বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মার্চ ২০১৮, ১৪:০৭

শোকে মাতম গোটা দেশ। গতকাল সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশি একটি বিমান বিধ্বস্তের ঘটনায় প্রায় ৫০ জন নিহত হয়। যেখানে নিহতদের বেশির ভাগ ছিল বাংলাদেশি। এছাড়াও ছিল নেপালের অনেকে।

শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে খেলতে যাওয়া বাংলাদেশ দলের খেলোয়াড়রা নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল ভারতে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এরই মধ্যে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করেছেন আগামীকালের ম্যাচে নিহতদের স্মরণে কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ দল।

সিরিজে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করে টাইগাররা। পরের ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে সিরিজে টিকে থাকে বাংলাদেশ দল।

আগামীকাল বুধবার কলম্বোয় সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপপ্রবাহে ‘অতি উচ্চঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের
X
Fresh