• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জিন্নাহকে অপদস্ত করেই শুরু যুব গেমস!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ মার্চ ২০১৮, ২৩:১৬

যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ফিরে এলো ১৯৫২। মোহাম্মদ আলী জিন্নাহকে পর্যুদস্থ করেই উদ্বোধন হয় বাংলাদেশ যুব গেমসের প্রথম আসর।

ড্রাগন আকৃতির বিকৃত মোহাম্মদ আলী জিন্নাহ মাঝমাঠে এসে যখন বক্তৃতা দিচ্ছিলেন, ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’ ঠিক তখনই তাকে অপদস্থ করে জনগণ। জিন্নাহ আকৃতির ড্রাগনটিকে ধাওয়া করে সাধারণ জনতা।

ক’দিন আগেই শেষ হয়েছে ভাষার মাস। তার পরপরই এমন দৃশ্য দেশের মানুষকে নিয়ে গেছে বায়ান্নোর স্মৃতিতে।
এই বায়ান্নোর ভাষা আন্দোলন থেকেই শুরু হয়েছিল পাকিস্তান থেকে মুক্তির আন্দোলন। তাইতো যুব গেমসের উদ্বোধনীতে এমন স্মৃতিচারণা।
এরপরই বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালি জাতির সাহসিকতার চিত্র তুলে ধরা হয়। এছাড়াও দেশের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয় সেখানে।

এমন মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছিল অংশগ্রহণকারী আট দলের ক্রীড়াবিদ ও কোচদের মার্চপাস্ট। প্রথমে ছিল বরিশাল বিভাগের প্রতিযোগিরা। এরপর চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সর্বশেষ সিলেট বিভাগের প্রতিযোগিরা মার্চপাস্টে অংশ নেন।

যুব গেমসে অংশগ্রহণকারী অ্যাথলেটদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে অনেকেই হয়তো প্রথম রাজধানীতে এসেছে। খেলাধুলার মাধ্যমে একদিন অলিম্পিকে খেলার সুযোগ পাবে।’

খেলাধুলার মাধ্যমে জঙ্গিবাদ, সন্ত্রাস দূরীকরণ করে সুন্দর সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh