• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

স্বস্তি দিলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

  ১০ মার্চ ২০১৮, ২০:৩৬

কলম্বোতে বৃষ্টি হবার কারণে প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট পর মাঠে গড়ায় ম্যাচ। নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

প্রথম ম্যাচে টসে হেরে ম্যাচই হেরেছে টাইগাররা। তাই শ্রীলঙ্কার বিপক্ষে এবার টসে জেতা মাত্রই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মাহমুদুল্লাহ রিয়াদ।

তবে ব্যাট করতে নেমে চার-ছক্কার বন্যা ভাসানো শুরু করে চন্ডিকা হাথুরু সিংহের শিষ্যরা। তবে কিছুটা হলেও স্বস্তি দেন মুস্তাফিজুর রহমান। ওপেনার দানুশকা গুনাথিলাকার উইকেটটি তুলে নেন এই ডানহাতি পেসার।

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হারের পর এবার সিরিজে টিকে থাকার লড়াইয়ে মাঠে নেমে প্রথম ওভারে ১৩ রান খরচ করে তাসকিন আহমেদ।

পরের ওভারে ১১ রান দেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ২৪ রান।

তৃতীয় ওভারের রুবেল হোসেন মাত্র ৬ রান দিলেও ম্যাচের চতুর্থ ওভারে তাসকিন আহমেদ খরচ করেন ২২ রান।

তবে পঞ্চম ওভারে শেষ বলে ব্রেকথ্রুটি এনে দেন কাটারমাস্টার খ্যাত মুস্তাফিজ। ওবারের শেষ বলে গুনাথিলাকাকে ফিরিয়ে দেন এই পেসার।

মাত্র ২১ বলে ঝড়ো ইনিংস খেলে ২৬ রান করে ফেরেন তিনি। তার আগে ৩টি চার ও একটি ছয় হাঁকান এই ওপেনার।

আরও পড়ুন:

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইপিএলের মাঝপথে হঠাৎ দেশে ফিরলেন মুস্তাফিজ
X
Fresh