• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এশিয়ান গেমসের বাছাইয়ে জিমিদের দুর্দান্ত সূচনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ মার্চ ২০১৮, ০৯:৪০

এশিয়ান গেমস হকির বাছাইপর্বে বড় জয় দিয়ে নিজেদের মিশন শুরু করেছে বাংলাদেশ। নিজেদের ওপেনিং ম্যাচে থাইল্যান্ডের জালে ৫ গোল জড়িয়েছে লাল-সবুজের দল।

সারোয়ার হোসেন, জোবায়ের হাসান, মিলন হোসেন, রোমান সরকার ও মামুনুর রহমান চয়ন প্রত্যেকে করেছেন একটি করে গোল।

শুক্রবার ওমানের রাজধানী মাসকটের সুলতান কাবুস কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘এ’গ্রুপের ম্যাচে মাহবুব হারুনের শিষ্যদের সামনে দাঁড়াতে পারেনি থাইল্যান্ড। বাংলাদেশ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন।

শিরোপা ধরে রাখার মিশন নিয়েই ওমান পাড়ি দিয়েছে বাংলাদেশ দল। বাছাই পর্ব থেকে ৫ দল এশিয়ান গেমসের মূল পর্বে খেলার সুযোগ পাবে। র‌্যাংকিংয়ের উপরের দিকে থাকা ছয় দল খেলবে সরাসরি।

--------------------------------------------------------
আরও পড়ুন: নিদাহাসে সন্ধ্যায় নামছে শ্রীলঙ্কা-বাংলাদেশ
--------------------------------------------------------

প্রথম কোয়ার্টারে গোলের খাতা খোলেন সারোয়ার। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান ২-০ করেন জোবায়ের। আর তৃতীয় কোয়ার্টারে ব্যবধান ৩-০ করে ম্যাচ মুঠোবন্দি করেন মিলন।

জয় একরকম নিশ্চিত হয়ে গেলেও আক্রমণে পিছপা হয়নি বাংলাদেশ। আয়েশি মেজাজের পরিবর্তে লড়াকু মনোভাব ধরে রাখেন লাল-সবুজের প্রতিনিধিরা। এরই সুবাদে শেষ কোয়ার্টারে আরও দুটি গোল আদায় করে নেন তারা। ওই ভাগে গোল করেন রোমান ও মামুনুর। এতে ৫-০ গোলের বড় জয়ে বাছাইপর্বে শুভসূচনা করে মাহবুব হারুনের দল।

আগস্টে ইন্দোনেশিয়ায় বসবে এশিয়ান গেমসের ১৮তম আসর যা এশিয়াড নামে পরিচিত। রোববার জিমিরা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে। ১৩ মার্চ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়াই বাংলাদেশের।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh